আমাদের কথা খুঁজে নিন

   

জলমগ্ন



মেষের বুক চিড়ে অতঃপর ঝুম বৃষ্টি। যে জলের ছোঁয়ায় পরম আবেগে আকন্ঠ ভিজতে থাকে গাছগাছালি, ঘরবাড়ী । জলমগ্ন হয় পৃথিবী। দীঘি ভরে উঠে জলে । কখনও আবার ছাপিয়ে যায় চারপাশ।

সে জলে নীল আকাশ অথবা আবীর রঙা সন্ধার আকাশ মুখ দেখে নেয়। ধ্যানী বক ,ফড়িং অথবা মাছরাঙা খোঁজে ফিরে চাঞ্চল্য। পড়ন্ত দুপুরে অলস গাছেরাও কি যেন গোপন কথা বলে দিঘির জলের সাথে। জল হয়তো বোঝে নেয় সে ভাষা। তাইতো গাছের পাতার চাঞ্চল্যে দীঘির জলও আন্দোলিত হয়।

কখনও বা আবার জল মগ্ন ডিঙিতে শান্ত হয়ে বসে একটু জিরিয়ে নেয় । ঋতু পরিক্রমায় আবার আসে শীত । শুকাতে থাকে দীঘি। নিঃসঙ্গ হয়ে যায় আকাশ । নিজের মুখ দেখার কাউকে না পেয়ে কাঁদতে থাকে অঝোরে।

যে কান্না কুয়াশা হয়ে ঝরে পড়ে। যে আবেগ ছোঁয়ে যায় গাছের পাতা,ফুল আর মাকড়াশার জালকেউ। কিন্তু এ আবেগ যে স্থায়ি হয়না। রোদের ঝাঁজ লেগে শুকিয়ে যায় সে শিশির। এ যেন মানব জীবনের এক চরম বাস্তবতা।

জীবন যে এমনি শুকিয়ে যাওয়া শিশিরের মতই। সবই যে একদিন শুকিয়ে যাবে। এ এক নির্জলা সত্য। এ সব নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারীতে জলমগ্ন নামে মাসুমা পিয়ার এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্ভোধন করেন বেঙ্গল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক লোভা নাহিদ চৌধুরী। যা চলবে ২৪ ডিসেম্বর পর্য়ন্ত । আপনিও ঢু মেরে আসতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।