রোববার জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, নোয়াখালী সার্কিট হাউজ ও সরকারি মহিলা কলেজ সড়কসহ শহরের অধিকাংশ সড়ক হাটু পানির নিচে তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সরেজমিনে দেখেন, বৃষ্টিতে সরকারি আবাসিক এলাকা, হাউজিং এস্টেট, মাস্টার পাড়া, খন্দকার পাড়া, গুপ্তাঙ্গ, লক্ষ্মীনারায়ণপুরসহ বিভিন্ন আবাসিক এলাকায় পানি জমে গেছে।
জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
গত বৃহস্পতিবার থেকে উপকূলীয় এ জেলায় বৃষ্টি হচ্ছে।
এদিকে রোববারও হাতিয়া, নিঝুম দ্বীপ ও কোম্পানীগঞ্জের সঙ্গে নৌ চলাচল বন্ধ রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেদুর রহমান জানান, সাগর উত্তাল থাকায় শনিবার থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এসব এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মাছধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলে অবস্থান করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।