আমাদের কথা খুঁজে নিন

   

জলমগ্ন কলকাতা, ব্যাহত ট্রেন চলাচল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন এলাকা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। পানি জমেছে বেহালা, বালিগঞ্জ ও আলিপুরের বেশ কয়েকটি এলাকায়। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বাগমারি, বিধান সরণি, এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউও জলমগ্ন। ফলে শহরের যান চলাচলে গতি অত্যন্ত ধীর।

জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়।

এদিকে, টানা বৃষ্টির জেরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ব্যাহত।

রেল সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে টিকিয়াপাড়া রেলইয়ার্ডে জল জমে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টি না থামলে, লোকাল ট্রেন চলাচলেও তার প্রভাব পড়তে পারে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।