আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শরীরে জলমগ্ন নর্তকী চর

কবিতা কবিতা কবিতা শব্দের শরীরে জলমগ্ন নর্তকী চর শব্দের শরীর বেয়ে ওঠানামা করা যায় যেখানে-সেখানে একজোড়া চাঁদবুকে স্তিমিত তোমার মায়ায় রেখেছ রক্তিম বন্ধনে ডুবুরি দুই হাতের পাতা মেলে সহজেই তোলে ধরে সম্মুখে আমার যেন বাচ্চাপাখি ঠোঁটজোড়া খোলে চুমুতে চুমুতে করে চুড়মার অবিকল পাখির মায়ের প্রসারিত স্তন-ঠোঁটের খাবার। শব্দের শরীর বেয়ে তুমি-আমি হয়ে যাই ফুল-চাঁদ-তারা-পাখি দুই জোড়া ঠোঁটে আমাদের ভুত-ভবিষ্যত, অজস্র জন্ম-মৃত্যুরে ঢেকে রাখি লাবন্য আঁধার বড়ই উজ্জ্বল ধেয়ে আসে চোখে কতটা ঝলক মারে, আহ ঝিলিক ঝলকে পড়ে ফোঁড় দিয়ে আমার অজস্র বুকে বিচিত্র সুন্দর, একান্তে তোমাকে দেখে। সুন্দর সোহাগী শব্দের শরীরি পাগলামী জীবনকে মেতে রাখে, জীবনকে ভরে রাখে, গড়ে দেয় চঞ্চলা দিবা, শান্ত যামী; যেরকম, বেদনা আমার ছড়ায় আবির, দূর আরো দূর মানুষী-মনের মতো বহুগামী। প্রিয়তম কবি ছাড়া এরোগে ভোগে না, আর এখবর রাখে না তো কেউ শব্দ না আসলে পরে আসমুদ্রবুকে_গড়িয়ে ছড়িয়ে পড়ে_শূন্যতার মহাঢেউ। কল্পনায় শোয়া বিমূর্ত নারীরে দেখি নায়ের দোলায়_ জেগে আছে সুদূরের জলমগ্ন নর্তকী চর; হৃদয়-উচ্ছাসে প্রতিটি ঈগল-ডানামেলা-শব্দে অন্ধ-বধির মাস্তুলে গেঁথে থাকা পতাকায় রিনিঝিনি ঢেউ খেলে_ কবিতা অমর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।