আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর ৭ পৌরসভায় মেয়র পদে ৫৮ ও সংরক্ষিতসহ কাউন্সিলর পদে ৩৯৫ জনের মনোনয়নপত্র দাখিল



পৌরসভা নির্বাচনের নোয়াখালীর সাত পৌরভায় উৎসবমুখর পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। গতকাল রোববার মনোয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত এই সাত পৌরসভায় মেয়র পদে ৫৮জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭৩পদে জন মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে চৌমুহনী পৌরসভায় মেয়র পদে ১৭জন ও সেনবাগ পৌরসভায় মেয়র পদে সর্বোচ্ছ ১৫জন মনোনয়নপত্র দাখিল করেন। চৌমুহনী পৌরসভা : জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌরসভায় মেয়র পদে ১৭জন মনোয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হচ্ছেন ১০জন।

এরা হচ্ছেন জেলা আওয়ামীলীগ মনোনীত মামুনুর রশিদ কিরন, আওয়ামীলীগ নেতা আজিজুল বাশার স্বপন, আক্তার হোসেন ফয়সল, ওমর ফারুক বাদশা, ছায়েদুল হক, শোখ মোঃ শহিদ উদ্দিন, আবুল হাসেম বিএ, মোঃ আবুল কালাম আজাদ, কাজী বেলায়েত হোসেন রাজু ও মোঃ মাসুম রেজা। বিএনপি সমর্থিত প্রার্থীরা হচ্ছেন মোঃ জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল আজিম সুমন, জুলফিকার আলী ভুট্টো, মোঃ মহসিন আলম। এছাড়া জাতীয় পার্টি সমর্থিত এ বি এম ইউসুফ, স্বতন্ত্র নুরুল হক ও নুরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৪জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫জন মনোয়নপত্র দাখিল করেন। সেনবাগ পৌরসভা : সেনবাগ পৌরসভায় মেয়র পদে ১৫জন মনোয়নপত্র দাখিল করেন।

আওয়ামীলীগ সমর্থিত ৬জন এবং বিএনপি সমর্থিত ৪জন রয়েছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ নেতা আবু জাফর টিপু, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা আলী আক্কাছ রতন, ভিপি আবু নাছের দুলাল, আবুল কাসেম মেম্বার, আব্দুল মান্নান সিরাজী। বিএনপি সমর্থিতরা হচ্ছেন ফারুক বাবুল, ভিপি মফিজুর রহমান, আব্দুল মান্নান লিটন, তোফায়েল আহম্মেদ খোকা। জাতীয় পার্টির তালেবুজ্জামান এবং স্বতন্ত্র গোলাম সারোয়ার, আব্দুল মোতালেব, মোয়াজ্জেম হোসেন সাহাবউদ্দিন, মোশারফ হোসেন। এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৭জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেন।

নোয়াখালী পৌরসভা : পৌরসভা নির্বাচনে নোয়াখালী পৌরসভায় মেয়র পদে ৮জন মনোয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে চারদলীয় জোট থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ। বাকীরা মহাজোট সমর্থিত প্রার্থী। এরা হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনীত গোলাম মহিউদ্দিন লাতু, জেলা আওয়ামীলীগের মনোয়ন বোর্ড কর্তৃক মনোনীত এ কে এম সামছুদ্দিন জেহান, আওয়ামীলীগ নেতা রেজাউল হক বাহার, এ কে এম সাইফুদ্দিন সোহান, আব্দুর রহমান, মিথুন ভট্ট, জাসদ নেতা মিঞা মোহাম্মদ শাহজাহান। এই পৌরসভার ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন মনোয়নপত্র দাখিল করেন।

চাটখিল পৌরসভা : চাটখিল পৌরসভায় মেয়র পদে মনোয়নপত্র দাখিল করেছেন৭জন। এরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত সিরাজুল ইসলাম চৌধুরী, বিএনপি মনোনীত বর্তমান মেয়র মোস্তফা কামাল, জাতীয় পার্টির ফজলুল করিম বাচ্চু, জামায়াতের নুরুল ইসলাম ভূঁঞা ছাড়াও, জাকির হোসেন জাহাঙ্গীর, জসিম উদ্দিন ও নজরুল ইসলাম ভূঁঞা মনোনয়নপত্র দাখিল কারেন। এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেন। হাতিয়া পৌরসভা : হাতিয়া পৌরসভায় মেয়রপদে মনোয়নপত্র দাখিল করেছেন ৭জন। তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত এডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদ, বিএনপি মনোনীত এডভোকেট সাজ্জাদ হোসেন, সাবেক সাংসদ মোহাম্মদ আলী সমর্থিত মোঃ ইউসুফ আলী ছাড়াও মাষ্টার কেফায়েত উল্যা, বখতিয়ার উদ্দিন, কাজী আব্দুর রহিম ও এবিএম খবিরল হক মেয়র পদে মনোয়নপত্র দাখিল করেন।

এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৬জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন মনোনয়নপত্র দাখিল করেন। বসুরহাট পৌরসভা : কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় মাত্র দুইজন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল কাদের মীর্জা এবং বিএনপি মনোনীত বর্তমান মেয়র কামাল উদ্দিন চৌধুরী। এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন মনোনয়নপত্র দাখিল করেন। কবিরহাট পৌরসভা : কবিরহাট পৌরসভায়ও মেয়র পদে মাত্র দুইজন মনোনয়নপত্র দাখিল করেন।

এঁরা হচ্ছে আওয়ামীলীগ মনোনীত জহিরুল হক রায়হান ও বিএনপি মনোনীত ফখরুল ইসলাম দুলাল। এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেন। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.