আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর কোম্পানীগঞ্জ যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী বাজারে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পরে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ রাতে বামনী বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজন বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বামনী বাজার থেকে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী ইস্কান্দার মির্জাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার জন্য যুবলীগের অপর একটি গ্রুপ শুক্রবার গভীর রাতে বামনী পূর্ব বাজারে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে দায়ী করে তাকে বেদম প্রহার করে। এ ঘটনার জের ধরে যুবলীগের কর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে রাতভর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পরে পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকের হোসাইন জানান, আহত যুবলীগ সাধারণ সম্পাদক জহির থানায় অভিযোগ দাখিল করেছেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, যুবলীগের কর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। নেতৃবৃন্দ বসে তা মিমাংসা করে দেব। ৯ মে, ফোকাস বাংলা নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.