নোয়াখালীর সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর হাতে খুন হয়েছে স্বামী জাহাঙ্গীর (৩৫)। বুধবার ভোররাতে উপজেলার মোহাম্মদপুরের চরবায়োজিদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ স্ত্রী রোকেয়া বেগমকে পুলিশ গ্রেফতার করে।
চরজব্বার থানার ওসি আবুল কালাম চৌধুরী জানান, নিহত জাহাঙ্গীর পরিবার চট্টগ্রামে চাটগাঁও নাছিম কলোনিতে বসবাস করতেন। সেখানে সে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করত।
গত আটবছর পুর্বে অভাবের তাড়নায় প্রথম সন্তান রিয়াজকে বিক্রি করে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝড়গা বিবাদ চলতে থাকে। সোমবার সকালে ঝড়গা বাঁধলে জাহাঙ্গীর রাগকরে গ্রামের বাড়িতে চলে আসেন। বিকালে স্ত্রী রোকেয়াও একই গ্রামের তার বাপের বাড়িতে আসে এবং শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে নানাভাবে হুমকি ধমকি দেয়।
এরপর গতকাল ভোররাত তিনটার দিকে জাহাঙ্গীরের চিৎকারে তার মা সবুরা খাতুন ঘুম থেকে উঠে পুত্রবধু রোকেয়াকে ধারালো দা নিয়ে ঘর থেকে পালিয়ে যেতে দেখেন।
এসময় জাহাঙ্গীরের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়। সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। রোকেয়া বেগমকে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
যুবকের লাশ উদ্ধার
অন্যদিকে, একই উপজেলার ওয়াপদা ইউনিয়নের ওয়াপদা গ্রামের একটি মাছের খামার থেকে গতকাল বুধবার দুপুরে আবদুর সহিদ (১৯) নামের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে।
মৃত সহিদ পাশ্ববর্তী চরজব্বার গ্রামের মোঃ দুলালের পুত্র। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তাত আবুল কালাম চৌধুরী জানান, সকালে রাস্তার পাশে মৎস্য খামারে লাশ ভাসতে লোকজন পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুইতিনদিন পুর্বে সহিদের মৃত্যু ঘটে। প্রাথমিক তদন্তে মৃতের শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।