আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার বন্ধুগনের প্রতি সাবধান বানি ???

ব্লগার বন্ধুগনের প্রতি সচেতন আহবান দেশের এই ক্রান্তি লগ্নে আমরা সদা সতর্ক ভাবে লিখার মাধ্যমে নিজেদের হেফাজত নিশ্চিত করি , কোন দল কে সাপোর্ট করা হবে ভয়াবহ বোকামি । দেশ এখন সংঘাতের দিকে ঝুঁকল , সরকার চাইবে ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করে টিকে থাকতে আর বিরুধি দল চাইবে তাদের নামিয়ে আবার নির্বাচন নিশ্চিত করতে , জামাত শিবির চাইবে বাঁচতে সে যে কৌশলেই হোক । আমরা কেন পক্ষ অবলম্ভন করে পৈত্রিক জান হারাতে যাব । এক মুল্লা বলল ব্লগার রা নাকি বিদেশ থাইকা হাছিনা সরকার আমদানি করল । হাসি পেল প্রথমে ২য় বার বুঝলাম ইন্টারন্যাট যে আসলে কি সেটাই ওরা বুঝেনা । তাইলে আমাদের কপালে কি আরও থাক লিখলাম না , মতামত আর বুঝ কি ??? ছট জলদি লিখ । একটা খবর জানি সেটা দেশের শান্তি বজায় রাখতে সব মহলের আইন শৃঙ্খলা বাহিনী থেকে যৌথ স্পেশাল শক্তিশালী এক বাহিনী গড়ে তাদের বিশেষ ক্ষমতা দিয়ে মাটে নামানো হতে পারে , অথবা যে কোন সময়ে জরুরী অবস্থা । সাবধান , সাবধান , সাবধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.