আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ সালের ১১টি হলিউডি মুভি [শেষ পর্ব]

আপাতত রেস্টে আছি! :)
এই বছর হলিউডে অসংখ্য হতাশাজনক মুভি বের হয়েছে। তার উপর, অনেক আশা জাগানিয়া মুভিগুলোও নিরাশ করেছে। এ বছর রিলিজ হওয়া, যেসব মুভি দেখেছি, সেগুলো নিয়ে লিখতে শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পোস্ট। Shutter Island Director : Martin Scorsese IMDb Rating: 8.0 যে সব অপরাধী মানসিক রোগী, তাদের জন্য শাটার আইল্যান্ডে একটি অ্যাসাইলাম আছে।

সেখান থেকে হঠাৎই উধাও হয়ে গিয়েছে রেচেল সোলান্ডো নামে এক অপরাধী। তদন্ত করতে দ্বীপে আসলো মার্শাল এডওয়ার্ড (Leonardo DiCaprio) ও তার সহকারী চাক (Mark Ruffalo)। কিন্তু সহায়তার বদলে তারা পেলো বাধা আর ভীতি। রহস্যে মোড়া এক ডার্ক সাইকো থ্রিলার। যার একদম শেষ মূহুর্তে আছে অভাবনীয় এক মোড়...।

সিনেমা জগতের লিভিং জিনিয়াসদের মাঝে অন্যতম স্করসিজ। শাটার আইল্যান্ড মুভিতেও এই "বদমাশ ভদ্রলোক" তার অসামান্য প্রতিভার ছাপ রেখেছেন । খুবই ভালো লেগেছে মুভিটা। তবে, মন ভরে নাই । কেন যেন বিউটিফুল মাইন্ডের কথা মনে করিয়ে দিয়েছে ।

ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৭৪৬ মেগা) The A-Team Director : Joe Carnahan IMDb Rating: 7.1 খুব আশা ও ভীতি নিয়ে মুভিটা দেখতে বসেছিলাম। "এ-টিম" -এর রেপুটেশন (ব্লগের এ-টিম না ) ও লিয়াম নেসন এই আশার মূল কারণ। আর ভীতি ছিলো, কারণ সাম্প্রতিক অতীতে এমন কোনো টিভি সিরিজ অ্যাডাপ্টেশন দেখিনি, যেটা কিনা বিরক্তির চূড়ান্ত করা ছাড়ে নাই (বিশেষ করে, ডিজনি'র অ্যাডাপ্টেশনগুলো )। তবে, সে তুলনায় মুভিটাকে ভালোই লেগেছে। অ্যাকশন সিনগুলো দারুণ ! ডাউনলোড লিন্ক (এফ.এল.ভি.,৫৭০ মেগা) Date Night Director : Shawn Levy IMDb Rating: 6.5 নিজেদের বাঁধা-ধরা দাম্পত্য জীবনে পরিবর্তন আনার জন্য, ফিল ফস্টার (Steve Carell) তার স্ত্রী ক্লেয়ার ফস্টারকে (Tina Fey) ডিনার করতে নিয়ে গেলো শহরের বিখ্যাত এক হোটেলে।

কিন্তু রিজার্ভেশন ছাড়া সেখানে টেবিল পাওয়া অসম্ভব। ফিল লুকিয়ে রিজার্ভেশন লিস্ট থেকে, অন্য এক দম্পতির নাম জেনে নিলো। আর নিজেদের ফেল্টন দম্পতি বলে পরিচয় দিয়ে খেতে বসে গেলো। কিন্তু সমস্যা শুরু হলো, যখন ফেল্টন দম্পতিকে খুঁজতে থাকা কিছু ভাড়াটে গুন্ডা তাদের পিছু নিলো...। Get Smart দেখার পর ঠিক করেছিলাম স্টিভ ক্যারেল-এর সব কমেডি মুভি দেখবো।

কমেডি মুভির অতি অভিনয় থাকলেও, হতাশ হইনি। তার কমিক টাইমিং এর সাথে বাড়তি পাওনা ছিলো এই মুভির উইটি ডায়ালগগুলো। ডাউনলোড লিন্ক (এফ.এল.ভি.,৪০০ মেগা) Clash of the Titans Director : Louis Leterrier IMDb Rating: 5.9 দেবরাজ জিউস'র সন্তান পার্সিয়ুস (Sam Worthington) নিজেই দেবতাদের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধে নামলো। বাঁচাতে হবে রাজকুমারী অ্যান্ড্রোমিডাকে (Alexa Davalos) নইলে ধংস হয়ে যাবে আর্গোস রাজ্য। "রাজকন্যা ও রাজত্ব" দুটোকেই বাঁচাতে পার্সিয়ুস অভিযানে বের হলো।

তার সাথে যোগ দিলো বিভিন্ন দক্ষতাসম্পন্ন সাথীরা। ব্যাক্তিগতভাবে আমি গ্রীক মিথলজির বি-শা-ল ফ্যান। তবে, এই মুভিটা অসম্ভব ক্লান্তিকর আর কন্টেন্টলেস লেগেছে। যেন, লর্ড অফ দ্য রিংস এর দুর্বল এক প্যারোডি। তার উপর রাজকুমারীকে ভালো লাগলেও (), পরে দেখলাম মূল নায়িকার অন্য একজন।

ভালো প্রিন্টে দেখলে গ্রাফিক্স আর সাউন্ড ইফেক্টের মজাটা ঠিকভাবে পাওয়া যাবে। ডাউনলোড লিন্ক (এফ.এল.ভি.,৪৩০ মেগা) Green Zone Director : Paul Greengrass IMDb Rating: 7.1 Bourne টিম ইজ ব্যাক। এবার তারা উপহার দিয়েছে দারুণ এক ওয়ার থ্রিলার। তবে সমস্যা হলো, এ ধরণের অপ্রিয় সত্য কথা বলা মুভিগুলো, অ্যামেরিকায় তেমন কল্কে পায় না । বর্ণ লেভেলের না হলেও গ্রীন জোন মুভিটা আমার কাছে ভালো লেগেছে।

যা খারাপ লেগেছে, তা হলো অতি নাটকীয়তা আর মাত্রাতিরিক্ত শেকি ক্যামেরাওয়ার্ক। পিসি-তে এটা তেমন যন্ত্রণা না দিলেও, মুভি থিয়েটারে এটা খুবই অস্বস্হিকর। বিশেষ করে, সিনপ্লেক্সে Déjà vu দেখতে খুব কষ্ট হয়েছিলো। টনি স্কট এতো বেশি ক্যামেরা ঝাঁকিয়েছিলেন যে, মাথা ব্যাথা থেকে সেটা প্রায় বমিতে রূপান্তরিত হয়েছিলো । ডাউনলোড লিন্ক (এফ.এল.ভি.,৪৪০ মেগা) Alice in Wonderland Director : Tim Burton IMDb Rating: 6.7 আবারও আজব দেশে এলিস (Mia Wasikowska)।

তবে, একটু বেশি বয়সী, "বিবাহযোগ্য" সাথে আছে ম্যাড হ্যাটার (Johnny Depp)। প্রথম আধা ঘন্টা দারুণ লাগছিলো, তারপরই যেন কিছুটা ছন্দপতন । গ্রাফিক্স আর আর্ট ডিরেকশন ভালো লেগেছে। তবে, এই মুভি কিভাবে ওয়ান বিলিয়ন ব্যবসা করলো (বর্তমানে এটি, সর্বকালের সেরা আট ব্যবসাসফল মুভির একটি), তা ভেবে অবাক হয়েছি । হলিউড এক ওয়ান্ডারল্যান্ডই বটে ! ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৬০০ মেগা) The Karate Kid Director : Harald Zwart IMDb Rating: 6.2 ১০ বছরের ড্রে (Jaden Smith,উইল স্মিথ'র পোলা) চায়নায় এসেই এক বান্ধবী জুটিয়ে ফেললো সাথে বোনাস হিসেবে পেলো এক পিচ্চি ভিলেনকে, যে কিনা এক এক্সপার্ট কারাতে শিক্ষার্থী।

এখন এই ভিলেনকেই লড়াইয়ে হারাতে হবে। তাও আবার এক প্রফেশনাল কারাতে কম্পিটিশনে। কিন্তু ড্রে যে কারাতে'র "ক"ও জানে না। সাহায্যের হাত বাড়িয়ে দিলো ড্রে এর পরিচিত বিশেষত্বহীন এক মেকানিক মিঃ হান (Jackie Chan)। আই.এম.ডি.বি. রেটিংকে মাথা থেকে দূর করে মুভিটাকে দেখুন।

আমার বিশ্বাস, আপনাদের ভালো লাগবে। আমার মতে বছরের অন্যতম সেরা ফ্যামিলি মুভি। ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৭০০ মেগা) Killers Director : Harald Zwart IMDb Rating: 4.8 ফ্রান্সের রোম্যান্টিক পরিবেশে জেন (Katherine Heigl) প্রেমে পড়ে গেলো স্পেন্সার (Ashton Kutcher) নামে এক যুবকের। বিয়ের তিন বছর পর হঠাৎ করেই পাল্টে গেলো জেন এর সুখী জীবন। সে জানতে পারলো স্পেন্সার আসলে CIA-এর একজন ট্রেইনড্‌ অ্যাসাসিন, যার মাথার মুল্য ২০ মিলিয়ন ডলার।

তাদের সবচে কাছের মাণুষগুলোই তাদের মারতে চায়। শুরু হলো দুজনের পলায়ন পর্ব। খুব আহামরি না হলেও, বেশ মজার লেগেছে এই অ্যাকশন কমেডিটি। ভেরি মাচ হলিউডি। আই.এম.ডি.বি. কিছুটা অবিচারই করে ফেলেছে মুভিটার সাথে ।

ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৪৮৭ মেগা) The Last Airbender Director : Manoj Night Shyamalan IMDb Rating: 4.5 পৃথিবীর চার মৌলিক পদার্থ ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার। এই চারটা এলিমেন্টকে কন্ট্রোল করতে পারে ভিন্ন চারটি জাতি। সারা পৃতিবীতে শুধুমাত্র একজন মাত্র আছে যে একাই চারটি উপকরণকে নিয়ন্ত্রণ করতে পারে। সে আর কেউ নয় ১২ বছরের এক ছোট্ট বালক আং। আং কি পারবে পৃথিবীতে সাম্য আর শান্তি ফিরিয়ে আনতে? এক চমৎকার স্টোরি লাইনের কিভাবে চৌদ্দটা বাজানো যায়, সেটা সম্ভবত শ্যামালান সাহেবের চে ভালো করে আর কেউ জানে না ।

ভদ্রলোক মনে হয়, "সিক্সথ সেন্স"-এ তার সব প্রতিভা শেষ করে ফেলেছেন একটা ওয়ার্কশপে আমাকে বলা হয়েছিলো, তোমার দেখা শেষ মুভিটা নিয়ে লেখো। কোন কুক্ষণে (তার আগের রাতেই) আমি এই মুভিটা দেখেছিলাম। লাস্ট এয়ারবেন্ডার নিয়ে লেখার পর যা একটা পচানি খেলাম, সে গল্প আর নাই বা করলাম । ডাউনলোড লিন্ক (এফ.এল.ভি.,৪৪২ মেগা) Red Director : Robert Schwentke IMDb Rating: 7.2 ফ্রান্ক (Bruce Willis) CIA এর অবসরপ্রাপ্ত এক এজেন্ট। কিন্তু তার নীরস জীবনে পরিবর্তন আসলো।

তার জানা এক গোপন সত্য ফিরে এলো বিপদ নিয়ে। নিজেকে বাঁচাতে লড়াইয়ে নামলো ফ্রান্ক। পাশে পেলো নিজের গুরু জো ম্যাথসনকে (Morgan Freeman)। উইলিস'র করা Cop Outও অ্যাকশন-কমেডি, এই মুভিও অ্যাকশন-কমেডি। অথচ দুটোর মাঝে কত তফাৎ।

কপ আউট ভয়াবহ বিরক্তিকর লাগসে আর এই কমিক্স অ্যাডাপ্টেশন দেখে মজা লেগেছে। ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৫৭৬ মেগা, ডিভিডি স্ক্রীণার প্রিন্ট) The Ghost Writer Director : Roman Polanski IMDb Rating: 7.5 ব্রিটেন এর সাবেক প্রধানমন্ত্রী অ্যাডাম ল্যাং (Pierce Brosnan) ঠিক করেছেন, আত্নজীবনী লিখবেন। কিন্তু তার লেখার হাত তেমন ভালো না। তাই তিনি এক ঘোস্ট রাইটারকে নিয়োগ দিলেন (ঘোস্ট রাইটারদের কাজ হলো, মুল কন্টেন্ট ঠিক রেখে, কোনো লেখাকে আকর্ষণীয়ভাবে উপস্হাপন করা। যতদূর জানি, আমাদের দেশে ক্রিকেটারদের কলাম লেখার কাজটা ঘোস্ট রাইটাররা করে থাকেন।

)। কিন্তু রহস্যজনকভাবে মৃত্যু হলো সে লেখকের। এবার ঘোস্ট রাইটারের চাকরি পেল আরেক বিখ্যাত লেখক (Ewan McGregor) (সিনেমায় লেখক চরিত্রটির কোনো নাম উল্লেখ করা হয়নি। পুরা সিনেমায় তাকে ঘোস্ট রাইটার বলা হয়েছে। পোলান্সকি পাব্লিক একখান )।

কাজে নেমে ঘোস্ট রাইটার বুঝতে পারলো, মিথ্যে ছড়িয়ে আছে চারপাশে। আড়াল থেকে সুতো নাড়ছে অন্য কেউ। অনেকদিন পর পোলান্সকি'র কোনো টিপিক্যাল মিস্ট্রি-থ্রিলার দেখার সুযোগ পেলাম। খুবই ভালো লেগেছে মুভিটা। ব্যাকগ্রাউন্ড স্কোর এর ব্যবহার ভিন্নরকম, সাধারণ মুভিগুলোর চে আলাদা।

মুভিটা দেখার সময় কোনো ফাঁকি দেওয়া যাবে না। কারণ, রহস্যের সমাধান হবে একদম শেষ মিনিটে। ভালো কথা, পিয়ার্স ব্রসনানের চরিত্রটি কিন্তু "বুশের নাম্বার ওয়ান ফ্যান" টনি ব্লেয়ার'র উপর ভিত্তি করে তৈরী করা। বিস্তারিত ও বেটার রিভিউ পড়তে চাইলে, দারাশিকো ভাইয়ের ব্লগ থেকে ঢুঁ মেরে আসতে পারেন The Ghost Writer: আন্তর্জাতিক রাজনীতির অন্তরালের গল্প (স্পয়লার অ্যালার্ট)। ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৬৭৩ মেগা) সবগুলো মুভিই মোটামুটি নতুন হওয়ায়, লিন্ক খুঁজতে খুব গলদঘর্ম হতে হয়েছে।

কারণ হোস্টিং সাইটগুলো নতুন মুভির লিন্ক প্রায়ই মুছে ফেলে । এমনকি স্টেজভ্যুতেও এ সমস্যা বিদ্যমান । তাই, কোনো লিন্ক কাজ না করলে জানাবেন, পাল্টে দেবো। শুভ রাত্রি লাস্ট মুভি পোস্ট হারিয়ে যাওয়া নায়কেরা ও তাদের ১০টি মুভি [২০১০ সালে রিলিজ পাওয়া যে হলিউডি মুভিগুলো দেখলাম: পর্ব-১] Click This Link শীর্ষ ছবি: 2010 : The Year We Make Contact (2010 : Odyssey Two) ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি স্ট্যানলি কুবরিক'র 2001 : A Space Odyssey (1968) -এর সিক্যুয়েল।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.