একটি সুন্দর সকালের অপেক্ষায় আমি অল্পতেই তুষ্ট..... আমি চাই না কেউ আমার সাথে রিক্সায় চড়ে ঘুরে বেড়াক সারাদিন..... শুধু চাই কেউ বলুক, চল একটু রিক্সায় চড়ি..... আমি সামান্যতেই খুশি..... আমি চাই না সারাদিন কেউ আমার হাতে হাত ধরে পার্ক বা নদীর ধারে হাঁটুক..... শুধু চাই কেউ বলুক চল একটু পার্কে ঘুরে আসি..... আমার দাবি নিতান্তই অল্প..... আমি চাই না সারারাত পূর্ণিমার আলোয় অঙ্গ ভিজুক দুজনের..... শুধু চাই কেউ বলুক এসো পূর্নিমার রাতে গল্পে ডুবি..... আমার চাওয়া সাধারন..... আমি চাইনা রোমাঞ্চের বন্যায় ভাসানো হোক আমাকে..... শুধু চাই কেউ বলুক এসো একটু ভালবাসা-বাসি করি.... ফেবু থেকে সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।