সময় বয়ে চলে তার আপন গতিতে
আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তার মেয়ে ফারজিন কাদের চৌধুরী বলেন, ‘জিজ্ঞাসাবাদের নামে তার পায়ের আঙ্গুল ছিঁড়ে ফেলা হয়েছে। ব্লেড দিয়ে তার শরীর আচড়িয়ে দেয়া হয়েছে। তার নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে জামা ভিজে যাচ্ছে। ’
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে ফারজানা এসব কথা বলেন।
ফারজানা প্রশ্ন তুলে বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালাতে পারে? সরকারের এ অন্যায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহবান জানান ফারজানা।
সালাহউদ্দিন কাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মন্তব্য করে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সালাউদ্দিন কাদের যা সত্য বলে মনে করেন তা-ই বলেন। আর সত্য বলা আজ তার জন্য কাল হয়েছে।
তিনি বলেন, যে বিদেশি প্রভুরা সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের পরামর্শ ও প্রত্যক্ষ মদদে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, তাকে যুদ্ধপরাধের নামে গ্রেপ্তার করা হয়েছে।
অথচ শেখ মুজিব এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গত মেয়াদে এ বিচার না করলেও এবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করছে।
তিনি বলেন, ক্ষমতায় এসে আওয়ামী লীগ যেভাবে হত্যা, গুম, নির্যাতন করে চলছে তা মানবতাবিরোধী কাজের মধ্যে পড়ে। এ জন্য অবশ্যই তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এদিকে সালাহউদ্দিন কাদেরের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আগামী রবিবার অর্ধদিবস হরতাল ঘোষণা করেছে নগর বিএনপি। তার গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে কোন কর্মসূচি দেয়া হবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ নিয়ে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সালাহউদ্দিন কাদেরের ছেলে ফয়জুল কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।