আজ আমাদের মহান বিজয় দিবস। আনন্দের দিন, গর্বের দিন, মাথা উচু করে নিঃশ্বাস নেয়ার দিন। কিন্তু আজ আমার মাথা নত হয়ে গেল লজ্জায়, প্রথম আলো পত্রিকার সংবাদটি পড়ে..................
যে জাতি জ্ঞানীর কদর করে না সেখানে জ্ঞানীর জন্ম হয় না। শিক্ষকগণ আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। শিক্ষকদের সম্মান করা গোটা জাতিকে সম্মান করার সমান, আর তাদেরকে লাঞ্ছিত করা গোটা জাতীকে লাঞ্ছিত করা একই জিনিস।
আজ বিজয়ের দিন এই সংবাদটি কার মাথা নিচু করবেনা? একজন সামান্য BAL এর নেতা হয়ে এত আস্পর্ধা??
আরও কিছুদিন আগে সংবাদ এ দেখলাম কোন এক কুত্তালীগের নেতা একজন মুক্তিযোদ্ধাকে জুতা পেটা করেছে। যাদের ফসল এই স্বাধীনতা তাদেরকেই এত আপমান!!!!!!!!!!!! লজ্জায় ঘৃণায় বুক ফেটে যায়, মাথা নত হয়ে আসে আর মনে হয়, "ধরনী তুমি দ্বিধা হও তোমার ভিতরে আশ্রয় নেই"। হে জাতি তুমি আর কত দিন এসব ভন্ডদের হাতে জিম্মী হয়ে থাকবে??
২-৩ দিন আগে সিলেটের একটি অঞ্চলে বি.এস.এফ ১০০-১৫০ একর জমি দখল করে নিয়েছিল। আমাদের দেশের PM পর্যন্ত এর কোন প্রতিবাদ করল না!!!! আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই।
বাংলাদেশের স্বাধীনতা আর স্বার্বভৌমত্ত্বের কথা বলতে তোদের এতই লজ্জা? তবে লজ্জা করে না তোদের বিজয় দিবস পালন করতে?? করবেই বা কেন??? কারন তোরা তো মুক্তি যুদ্ধের চেতনা ব্যাবসায়ী ভন্ডের দল! ১৯৭১ সালে কলকাতার হোটেলে বসে শরনার্থী মা-বোনদের ধর্ষণকারী-ইজ্জত লুন্ঠণকারীর দল!! আর স্বাধীনতার পর দেশে এসে কম্বল চোর, বাকশাল, রক্ষীবাহিনীর দল !!! এখন বর্তমানে চাঁপাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণের সেঞ্চুরিয়ানের দল!!!! ধর্মনিরপেক্ষতার নাম ধারী ইসলাম বিদ্বেষী, মন্দিরের মুর্তি ভাংচুরকারী সংখ্যালঘু নির্যাতনকারীর দল!!!! আর কত বলবো? তোদের গুনকীর্তন বর্ণনা করে সারাদিন ও শেষ হবে না............................
এভাবে আর কতদিন মানুষকে ধোকা দিবি? কতদিন জাতিকে লাঞ্চিত করবি?? আর কত এভাবে আমাদের বিশ্বের দরবারে আমাদেরকে ছোট করবি???
তোদের হাত থেকে জাতি কি কোনদিন রেহাই পাবে না?????????
আবার একদিন এই দেশ জেগে উঠবে, এই জাতি জেগে উঠবে।
যেমন করে জেগে উঠেছিল পাক হানাদারদের বিরুদ্ধে ৭১ এ তোদের বাপের বিরুদ্ধে ৭৫ এ। ঠিক তেমনিভাবে একদিন তোদের হাত থেকে জাতি মুক্তি পাবেই পাবে.........। আর সেদিন তোদের ধংস হবে নমরুদের মত, ফেরআউনের মত, আবুজেহেলের মত.........। ভারতে গিয়ে পালিয়েও তোদের শেষ রক্ষা হবে না........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।