আমাদের কথা খুঁজে নিন

   

পাদুয়া সীমান্তে ৫০০ মিটার জমি দখল করে নিয়েছে ভারত: বিজয় দিবসে বিজয় কতটা অর্জিত হয়েছে ?



আড়ম্বর পরিবেশে স্বাধীনতা অর্জনের ৪০তম বিজয় দিবস পালন হ”েছ আজ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী এ দিবস উপলক্ষ্যে জাতিকে অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন। এটা জাতির জন্য আনন্দের। কিš‘ তার চেয়ে বড় দু:খের ব্যাপার হলো, বিজয় দিবসের ঠিক আগের দিন। অথ্যাৎ বুধবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনি (বিএসএফ) সিলেট সীমান্তে বাংলাদেশের মালিকানাধীন ৫০০ মিটার জায়গা অস্ত্রের মুখে জোরপুর্বক দখল করে নিয়েছে।

দখল নেয়ার পরপরই বিএসএফ সেখানকার বাংলাদেশি অধিবাসীদের হটিয়ে দিয়ে দিয়ে সেখানে ভারতীয় পতালা উত্তোলন করেছে। বিজয় দিবসের আগের দিন বিএসএফ বাংলাদেশি জমি দখলের মধ্য দিয়ে এদেশের সার্বভৌমত্বকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করেছে। তা আর বলার অপেক্ষা রাখেনা। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বিজয় দিবসের আগের দিন ভারত কর্তৃক ছোট্ট এদেশের জমি দখল করে নেয়ার মধ্য দিয়ে আজ নিজের কাছেই নিজে প্রশ্ন করি বিজয় দিবসে বিজয় কতটা অর্জিত হয়েছে।

৩০ লাখ লোকের আত্মদান ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রম দানের মুল্য বা পেলাম কই? হৃদয় ভাঙা হাহাকারের এই দিনে কবির ভাষায় জাতির কাছে আমার প্রশ্ন। তুমি যা চেয়েছো তা কি বলতে পেরেছে বাংলাদেশ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।