.............!
বিশ্বখ্যাত স্যামসাং কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি কম্পিউটার তৈরির কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।
রোববার রাতে একটি অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লী বলেন, ‘আমরা বাংলাদেশে কম্পিউটার তৈরির একটি কারখানা স্থাপনে অত্যন্ত আগ্রহী। তবে আমরা মনে করি উচ্চ শুল্ক এ দেশে এ ধরনের কারখানা স্থাপনের ক্ষেত্রে প্রধান অন্তরায়।’
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং বাংলাদেশ নগরীর একটি হোটেলে ‘স্যামসাং চ্যাম্পস কার্নিভাল আইটি ডিলার মীট-২০১০’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ইনডেক্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ রহমান এবং কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লী স্যামসাং পণ্যের তাদের নতুন ডিলার হিসেবে কম্পিউটার সোর্স লিমিটেডের উদ্বোধন করেন।
সূত্রঃ বাসস (ঢাকা, ১৪ ডিসেম্বর)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।