আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা হঠাৎ করে কোনওদিন গণভবন ,বংগভবন, হাওয়াভবন, সুধাসদন এসব জায়গায় আগুন লাগেনা কেন?

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

দুষ্টু আগুন কেন শুধু হঠাৎ করে গার্মেন্টসেই লাগে? কেন? গুলি করে নাকি ৩জন কে মেরে ফেলা হয়েছে। স্বজন বলেছে ১০ জনের বেশী নিখোজ়। এই আগুন দিয়ে মারা আর গুলি দিয়ে মারার পর দয়া কৈরা বলতে আসবেন না যে যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়না তারাই এসব করতেছে। তাইলে মোশরেফা মিশুর হিস্ট্রি ঘাইটা আবার না কইবেন সে জামাতি। এই বালের যুদ্ধাপরাধ মূলা ঝুলায়া রাখছেন তো সব অকাম ঢাকতে। এই বালাই দুর হয়না কেন? এক সহ ব্লগারের ফেসবুক স্ট্যাটাস তুইলা দিলাম "বিজিএমই ভবনে আগুন লাগুক, বঙ্গভবনে আগুন লাগুক, গণভবনে আগুন লাগুক, বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে আগুন লাগুক, তারপর দুর্ঘটনা বলে মেনে নিই গার্মেন্ট শ্রমিকের খুন।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।