বাংলাদেশের গলফ সেনসেশন সিদ্দিকুর রহমান গতকাল শেষ হওয়া তিন লাখ ডলারের জনি ওয়াকার কম্বোডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে যৌথভাবে ১৯তম স্থান লাভ করেছেন।
শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম রাউণ্ড শেষ করেছিলেন পারের চেয়ে ৫টি শট কম খেলে (৬৭ শট) তৃতীয় অবস্থানে থেকে । দ্বিতীয় রাউণ্ডে পারের চেয়ে ১ শট বেশী (৭৩ শট) খেলে পিছিয়ে পড়েন ২৩তম স্থানে । তৃতীয় রাউণ্ডে এটপার-এ (৭২ শট ) শেষ করলেও পিছিয়ে যান ২৮ তম স্থানে চলে যান।
চতুর্থ তথা শেষ রাউণ্ডে এসে তিনি আবার ঘুরে দাঁড়ান। পারের চেয়ে ৩টি শট কম খেলে (৬৯টি শট) সব মিলে পারের চেয়ে ৭টি শট কম খেলে (মোট ২৮১ শট) যৌথভাবে ১৯তম স্থান লাভ করেন। পুরস্কার হিসাবে পান ২লাখ ৪৩ হাজার সমপরিমান ৩ হাজার ৪শ'৭২ ডলার।
আপনার জয় রথ ছুটিয়ে চলুন সিদ্দিকুর রহমান। আপনাকে অভিনন্দন !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।