কালও চিঠি আসেনি। আজ নিশ্চয়ই আসবে। অপেক্ষা করি। কখন তার চিঠি আসবে। সে কি আমার জন্য লন্ঠন জ্বালিয়ে চিঠি লিখেছে? কোন কলমে লিখছে? কি ফুল সাজানো, কি লেখা প্যাডে? ডাক-হরকরা আসার সময় হয়ে এলো।
তার আরেক নাম রানার, সে এত আস্তে চলে? আবার ভুলো মন। চিঠি আনতে ভুলে যায়! রোজ আসে বলে, আপনার কোন চিঠি নেই। থাকলে তো দিতাম। আমি অপেক্ষায় শেষ।
বাস্তবে ফিরে আসি।
পিয়ন এল তার সময়মতো। হায়রে ভুলো মন, হাতে খাম নেই। আজো আনলো না আমার জন্য কোন চিঠি!
কাছে এসে ধরিয়ে দিল মুঠোফোন। বললো, আপনার জন্য স্বরবার্তা আছে! পার্শ্বেলে ক্যাসেট নয়, মুঠোফোন? আমি আড়ালে চলে গেলাম। আমার চেয়েও পিয়নের মুচকি হাসি ভাল লাগলো।
আরো ভালো লাগলো কথা তাড়াতাড়ি শেষ করার কোন তাগিদ দিলে না। ইশারায় বুঝিয়ে দিলো, চালিয়ে যাওওওওও!
কালও চিঠি আসেনি। আজ নিশ্চয়ই আসবে। অপেক্ষা করি। কখন তার চিঠি আসবে।
সে কি আমার জন্য লন্ঠন জ্বালিয়ে চিঠি লিখেছে? কোন কলমে লিখছে? কি ফুল সাজানো, কি লেখা প্যাডে? ডাক-হরকরা আসার সময় হয়ে এলো। তার আরেক নাম রানার, সে এত আস্তে চলে? আবার ভুলো মন। চিঠি আনতে ভুলে যায়! রোজ আসে বলে, আপনার কোন চিঠি নেই। থাকলে তো দিতাম। আমি অপেক্ষায় শেষ।
বাস্তবে ফিরে আসি। পিয়ন এল তার সময়মতো। হায়রে ভুলো মন, হাতে খাম নেই। আজো আনলো না আমার জন্য কোন চিঠি!
কাছে এসে ধরিয়ে দিল মুঠোফোন। বললো, আপনার জন্য স্বরবার্তা আছে! পার্শ্বেলে ক্যাসেট নয়, মুঠোফোন? আমি আড়ালে চলে গেলাম।
আমার চেয়েও পিয়নের মুচকি হাসি ভাল লাগলো। আরো ভালো লাগলো কথা তাড়াতাড়ি শেষ করার কোন তাগিদ দিলে না। ইশারায় বুঝিয়ে দিলো, চালিয়ে যাওওওওও!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।