আমার ব্যক্তিগত ব্লগ
ছোট বেলায় আমি খুব জেদি ছিলাম, সহজে নিজের মতের বাইরে যেতাম না, তবে রাগারাগি চিল্লাচিল্লিও করতাম না। যেখানে আমার মত চাওয়া হতো সেখানেই মত দিতাম আর অটল থাকতাম সেই মতে। না মানলে হইচই করতাম না। উদাহরণ দেই...
আমি ক্লাস ২\৩ তে পড়তাম, তখন বিটিভিতে চার্লিস এন্জেল্স, শার্লক হোমস ইত্যাদি হতো। আমার আম্মা রাত জেগে টিভি দেখা পছন্দ করেন না।
আমি ইংলিশ না বুঝলেও শুধু অভিনয় দেখে এসবের ভক্ত ছিলাম। আম্মা রাতে রুম থেকে বের করে দিলেও দরজার কাছে দাড়িয়ে থাকতাম। আমার জেদ, আমি দেখব। একসময় আম্মা বিরক্ত হয়ে, অথবা আব্বার অনুরোধে আমাকে টিভি দেখতে দিতেন।
শাফিন (আমার ২ বছরের ছেলে) যখন পেটে, তখন পাশের ফ্লাটের ২ ছেলে রোজ চিৎকার চেচামেচি করতো তাদের দাবি দাওয়া নিয়ে, আমি শুনতাম আর ভয় পেতাম, আহা আমার ছেলে যেন এমন না হয়।
শাফিনের প্রিয় চ্যানেল ৯এক্স এম। এখানে গানের সাথে সাথে কার্টুন দেখায়। শাফিন এখানকার কার্টুন ক্যারেকটার গুলোর ভক্ত। টিভি অন করলেই বা কখনও নিজেই অন করে এই চ্যানেল বের করে নেয়। আমি কিছু দেখতে থাকলে বার বার বলে কার্টুন দাও।
আমি বুঝিয়ে বলি, আম্মু এখন এই টা দেখবে তুমি পরে কার্টুন দেখো। আর আমি সব সময়ই কথা রাখি। আমার অনুষ্ঠান শেষ হলে ওর চ্যানেল দিয়ে দেই। একারনে ও আমার কথা শুনে, চুপ করে অপেক্ষা করে। জেদ করে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।