আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্যাপার স্যাপার বুঝি না। মডু একটু বুঝিয়ে বলবেন কি?

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo কিছুদিন আগে সামুতে লগইন করতে পারছিলাম না। ভাবলাম, কোন কারনে হয়ত পাসওয়ার্ড ভুলে গেছি। তাই নতুন পাসওয়ার্ড নিলাম। কিন্তু তাও দেখলাম যে লগইন করতে পারছি না।

তখন বুঝলাম, এই সমস্যা শুধু আমার হচ্চে না। অনেকই হচ্ছে। সামুতে মাঝে মাঝে এই সমস্যা না বলে কয়ে কাল বৈশাখীর মতো চলে আসে। তারপর পরদিন সকালে দেখি যে নতুন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারছি। আজকে দেখলাম সন্ধ্যা থেকে আমি লগইন করতে পারছি না।

তারাবির সময় হয়ে যাওয়াতে তাড়াতাড়ি চলে গেলাম। ভাবলাম ফিরে এসে দেখবো ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এসে দেখলাম যে হচ্ছে না। অনেক ক্ষন চেষ্টা করলাম। তারপর ভাবলাম, আচ্ছা দেখি তো পুরানো পাসওয়ার্ড দিয়ে দেখি হয় কিনা।

দেখলাম যে সাথে সাথে লগইন। প্রিয় মডারেটর, আপনি দয়া করে বলবেন কি, কেন আমার অনুমুতি ছাড়া আমার পাসওয়ার্ড পরিবর্তন করা হলো? কেনই বা এই সমস্যা গুলো হয়। সামুতে অল্প কিছুদিন হল আমি নিবন্ধন করেছি। এর আগে শুধুই পড়তাম। আপনাকে অবশ্যই ধন্যবাদ আমি অনেকের চাইতে তাড়াতাড়ি সেফ হয়েছি, আমাকে বাকস্বাধীনতা দেয়া হয়েছে, প্রিয় ব্লগারদের লেখাতে এখন ভালোমন্দ লিখতে পারি।

ফলে আমার জন্য সামু একটি নেশার নাম। সামুর আরো অনেক ব্যাপার নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে। অনেক লেখাতে দেখেছিলাম। জলে নেমে কুমির এর সাথে ঝগড়া করা যেমন বুদ্ধিমানের কাজ নয়, তাই সামুর ব্লগার হয়ে সামু কতৃপক্ষের সাথে ক্যাচালের আমার কোন ইচ্ছা নেই। তাই শুধু এইটুকু জানতে চাই, এই সমস্যা গুলোর কি কোন সমাধান হবে না? এত জনপ্রিয় একটা ব্লগের টেকনিক্যাল সাইড এত দূর্বল কেন হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.