বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এবং নোবেল শান্তিপুরস্কার বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূস বলেছেন, নরওয়ের দাতা সংস্থার দেয়া তহবিল স্থানান্তরের বিষয়টি ছিল নির্দোষ মতানৈক্যের ঘটনা যা পরে নিষ্পত্তি হয়ে গেছে, এবং এতে আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হয় নি বলে তিনি মনে করেন৻
Dr Yunus
ডঃ মুহাম্মদ ইউনূস
গ্রামীণ ব্যাংকের দাতাদের সহায়তা হিসেবে পাওয়া লক্ষ লক্ষ ডলার অন্যখাতে সরিয়ে নেয়ার যে অভিযোগ উঠেছিল, সেই প্রেক্ষাপটে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডঃ ইউনূস তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৻
বিকল্প এভি ফরম্যাট চালান
ডঃ মুহাম্মদ ইউনুসের বক্তব্য হচ্ছে, তহবিল স্থানান্তরের বিষয়ে নরওয়ের দাতাসংস্থা নোরাডের সাথে মতদ্বৈততা হয়েছিল,যেটাকে তিনি নির্দোষ মতানৈক্য হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ১২ বছর আগে ১৯৯৮সালে ঐ ঘটনার সময়ই দাতাদের অর্থ ফেরত দিয়ে বিষয়টিতে নিষ্পত্তি হয়েছিল।
কিন্তু তহবিল স্থানান্তরের যে ঘটনা ঘটেছিল, তাতে আর্থিক শৃংখলা ভঙ্গ করা হয়েছে কিনা, এমন প্রশ্নও সাংবাদিকরা তুলেছিলেন। তাতেও ডঃ ইউনূস বলেছেন, দাতাদের মধ্যে শুধু নরওয়ের দাতা সংস্থাই আপত্তি তুলেছিল, কিন্তু সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত দিয়ে তার ফয়সালা হয়ে গেছে।
গ্রামীণ ব্যাংকে দাতাদের সহায়তার লক্ষ লক্ষ ডলার সহযোগী একটি প্রতিষ্ঠানে সরানো হয়, এমন অভিযোগ প্রথমে এসেছিল নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে।
এরপর বাংলাদেশের এবং আর্ন্তজাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যদিও গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঐ সব অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করা হয়েছিল।
বিদেশ সফর শেষে দেশে ফিরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূস বিষয়টি নিয়ে রোববার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন ।
সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন, কর যাতে না দিতে হয়, সে জন্যই গ্রামীণ ব্যাংকের তহবিল অন্য খাতে সরানো হয়েছিল কিনা, এটিও অস্বীকার করেছেন ডঃ মুহাম্মদ ইউনূস।
সরকার আমাদের ওপর করারোপ করে অন্য এনজিওদের ক্ষুদ্র ঋণ কর-আওতার বাইরে রেখেছিল।
সরকারের দুধরনের এই সিদ্ধান্ত নিয়ে গ্রামীণ ব্যাংক আপত্তি করেছিল৻
ডঃ মুহাম্মদ ইউনূস
‘আমরা কর দিতে চাই না, এমনটা ঠিক নয়। সরকার আমাদের ওপর করারোপ করে, অন্য এনজিওদের ক্ষুদ্র ঋণ কর-আওতার বাইরে রেখেছিল। সরকারের দুধরনের এই সিদ্ধান্ত নিয়ে গ্রামীণ ব্যাংক আপত্তি করেছিল। `
সরকার গ্রামীণ ব্যাংককে কর না দিয়ে ঐ অর্থ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করতে বলেছিল এবং গ্রামীণ ব্যাংক সেটাই করে আসছে, যেটা নীতি বিরোধী কিছু নয় বলে ডঃ ইউনূস মন্তব্য করেন৻
তহবিল স্থানান্তরের বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন, সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে ডঃ ইউনূস মন্তব্য করেন প্রধানমন্ত্রী তাঁর নিজের বিবেচনা থেকে ঐ কথা বলেছেন।
ক্ষুদ্র ঋণ নিয়ে গরিব মানুষ আরও নিঃস্ব হচ্ছে অথবা ঋণগ্রস্ত দরিদ্রমানুষ হিসেবে পরিচিত হচ্ছ, এ ধরনের বিভিন্ন অভিযোগে অনেক প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা।
গ্রামীণ ফোন সহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানা নিয়েও বিভিন্ন অভিযোগে প্রশ্ন এসেছিল। তবে কোন অভিযোগ তিনি মানতে রাজি নন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, ভবিষ্যতে আবারও তাঁর এমন কোন চিন্তা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি নাকচ করে দিয়েছেন।
ডঃ মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, নরওয়ে টেলিভিশনে প্রচারিত ক্ষুদ্র ঋণ বিষয়ে প্রামাণ্য চিত্রের অভিযোগকে সম্পূর্ণ ভিন্নভাবে সাজিয়ে দেশের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেটাকে তিনি দুঃখজনক বলে বর্ণনা করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।