আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ এর সামু র "গাজী ইলিয়াস" খেতাব বিজয়ী ব্লগারে পোস্ট স্টিকি হইছে!!!

সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

ব্লগার "গাজী ইলিয়াস" এর পোস্ট গতকাল থেকে সামু তে স্টিকি হইছে । উনি পোস্টে লিখেছেন ১৯৭১ এ যারা স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়েছিল তাদের মধ্যে ভারী দলটা যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সবধরণের সহায়তা করেছিল তাদের প্রধান পরিচয় তারা এদেশের ইসলামের ধারক-বাহক ও প্রচারক। চিরকালই প্রগতিশীলতা ও মুক্তবুদ্ধি চর্চাকে ইসলাম প্রধান শত্রু বলে মনে করে এসেছে। অথচ সত্য হলো যে ১৯৭১ এ যারা স্বাধীনতা র পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন এবং "বিশেষ ভাবে তাঁরা, যারা বীরত্বের সাথে জীবন দিয়েছেন" তাদের মধ্যে সিংহ ভাগ যারা পাকিস্তানি সেনাবাহিনীকে রুখে দেবার ক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য "বীর শ্রেস্ঠ" "বীর উত্তম" "বীর বিক্রম" "বীর প্রতিক"খেতাব পেয়ছেন তাদের প্রধান পরিচয় তারা এদেশের ইসলামের ধারক ও বাহক। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাব প্রাপ্ত ৭ জন "বীর শ্রেস্ঠ" ৬৯ জন "বীর উত্তম" ১৭৫ জন "বীর বিক্রম" ১৫৭ "বীর প্রতিক" এর মাঝে প্রায় সবাই ৯৯,৯০% ছিলেন মুসলমান । ভাবার মত বিষয় হলো "শহীদ" বুদ্ধিজিবী দের ৯৮ ভাগ ছিলেন মুসলমান এবং ১০০ % ছিলেন আস্তিক। অথচ পোস্টের শিরনাম "ধর্মের নামে হত্যা" আর পোস্টের বক্তব্য "ইসলামের" নামে হত্যা!!! ইসলামের জন্য মুসলমান আর ধর্মের জন্য ধার্মিক হত্যা করার ও কি কোন যুক্তি হয় ??? ইসলাম রক্ষার নামে মুসলমান হত্যার আজগুবি থিউরী "গাজী ইলিয়াস" এর আগে কেউ কোথায় দিছে কি না আমি জানি না। হিন্দি হেইট করার জন্য টিকেট কাইটা হিন্দি ছবির নায়কের অনুস্ঠানে "গাজী ইলিয়াসে" র আগে কেউ গেছে কি না তাও জানি না। কোন সন্দেহ থাকলে নামের তালিকা দেখুন। Click This Link http://en.wikipedia.org/wiki/Bir_Bikram http://en.wikipedia.org/wiki/Bir_Protik ব্লগার "গাজী ইলিয়াস" সম্পর্কে বিস্তারিত জানতে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.