পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
আর মাত্র ১ঘন্টা ১০ মিনিট পরেই শুরু হবে জিমবার বিরুদ্ধে পন্চম ও শেষ ম্যাচ। বাংলাদেশ জিতলে কিংবা ম্যাচ ড্র হলে অথবা ম্যাচ পরিত্যাক্ত হলে বাংলাদেশ সিরিজ জিতবে অপরদিকে জিমবা জিতলে সিরিজ ড্র হবে। তাই টাইগারদের উপর চাপ কম। কিন্তু বাংলাদেশর জয় বেশ জরুরী।
--------চতুর্থ ম্যাচ পরিত্যাক্ত হওয়াতে বাংলাদেশের কত বড় ক্ষতি হল তা কাউকে হিসেব করতে দেখলাম না।
১) বাংলাদেশ গত ম্যাচ ও আজকের ম্যাচে জয়ী হলে বিশ্ব র্যাংকিং এ প্রথমবারের মত ৮এ উঠতে পারত। যা কিনা বিশ্বকাপের পুর্বে সবচেয়ে বড় পাওয়ার হত, টাইগারদের জন্যে।
২) আ. রাজ্জাক যদি গত ম্যাচে তিন উইকেট পেত এবং আজকের ম্যাচেও ২/৩ উইকেট পেত তাহলে একদিনের পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্য উইকেট সংগ্রহকারির খাতায় নাম লিখতে পারত।
৩) গত ম্যাচে জয়ি হলে আজকের ম্যাচে আশরাফুল সুযোগ পেত।
---
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছের পাশা পাশি আরো একটু বেশি পরিশ্রম করলেই গত ম্যাচটি অন্তত ৩০ ওভার করে খেলানো যেত। কিন্তু বিসিবি কি এত হিসেব কসতে পেরেছিল কি না তাও দেখবার বিষয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।