নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
অনেক দিন থেকে পোশাক ভাড়ার দোকান দেব ভাবছিলাম
বহুপরিধিত পোশাকে কাঁটাতার বেষ্টিত ক্লাবে ঢুকতে গেলে
প্রহরীরা সন্দেহে নাম জিজ্ঞেস করে,
রিক্সা চড়ে পার্টিতে এলে
অচ্ছুৎদের চিনে নেয়া সহজ হয়,
ফর্কের খোঁচায় চিমটি চিমটি খাবার মুখে নিয়ে
উন্নাসিক বেড়ালেরা স্ক্যান করে নেয়
স্যান্ডেলের ব্র্যান্ড, জামার বয়স এবং চুলের চেকনাই
শুনেছি শিল্পপতিরা প্লাস্টিকের ঘড়ি, ন্যাপথলিনের পায়জামার অনুপ্রবেশ ঠেকাতে পোষাকের সংবিধান কঠোর করে দেবে।
যে লোক তিন মাস আগে ব্যাংকের পয়সা নিয়েছে সেও চৈত্রের দুপুরে গাউছিয়ার সামনে টি-শার্ট কিনতে ঘুরতো
রঙ জ্বলা গামছা ফেলে হার্মিস অথবা স্টেফানো রিচির নেকটাই কেনায়
তার ছবি এখন পত্রিকায় উঠেছে, টিভির "কোন বনেগা নীল রক্ত"
প্রতিযোগিতায় জিজ্ঞেস করা হচ্ছে তার জুতোয় কয়টা মুক্তো
তাকে সম্বর্ধনা দিতে ছুটে আসছে গন্যমান্য লোক
যুবকেরা তার ছানি ঢাকা চশমা কেনার স্বপ্ন দেখছে
প্রতিমন্ত্রীরা এখন সেই ধাঙ্গরের সঙ্গে ঘুরছে পরম স্বস্থিতে
তাই কিছু মূলধন পেয়ে গেলে
জনস্বার্থে মোড়ে মোড়ে বসিয়ে দিতে চাই রেন্ট-এ-পোজ এর দোকান
"এখানে যত্ন সহকারে মানুষ বানানো হয়
সস্তাফোন থেকে মিসকল দিলে
ঘন্টা চুক্তিতে ভাড়া পেয়ে যাবেন শার্ট, প্যান্ট, টাই
সালভাতর ফেরাগামো, পল ফ্রেডেরিকের জুতো,
রোলেক্স বা এভিয়েনের ঘড়ি
এছাড়া আভিজাত্য বাড়িয়ে দিতে
ট্যানারীর মোড়ে অপেক্ষা করবে মার্সিডিসের শাটল"
জামাজুতো ঠিক হলে পরিবেশনকারীরা ডেকে পাতে তুলে দেবে পাঁচ হাজার টাকার এসপারাগাস, ক্যাভিয়ার, বিফ স্টেক যত্ন পাবে, তার নাম হবে
হয়তো গলফের ডাক পাবে, ব্যবসার চুক্তি হবে
পোষাকের ভাড়া ক্রেডিটে চারহাজার হাঁকালেও ঘন্টায় হাজার টাকা উসুল
একটা পোশাক ভাড়ার দোকান দিতে চাই
একটা গাড়ি ভাড়ার দোকান দিতে চাই
নাম হবে শেখ সাদী রেন্টাল - পোশাকের সুবিধাগুলো
এখানে সবাই জানুক বা না জানুক আমার অন্তত: কিছু উপকার হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।