আমাদের কথা খুঁজে নিন

   

তাইন্দং সহিংসতা : বিএনপি নেতাসহ আরো চারজন আটক

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী থানার খুলশির পলিটেকনিক্যাল কলেজ রোডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান।
এরা হলেন- মাটিরাঙা উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জামির হোসেন, আব্দুল মতিন ও আবু হানিফ।
এদের মধ্যে সিরাজুল তাইন্দুং সহিংসতার পর যে মামলা হয় সেই মামলার এজাহারভূক্ত আসামি।
এ নিয়ে এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।
এর আগে এ ঘটনায় অারো সাতজনকে আটক করা হয়।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল-হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই আসামিরা পালিয়ে যায়। মাটিরাঙা থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাকীদেরও গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।
বায়োজিদ বোস্তামী থানার ওসি নুরুল আফছার ঘটনার সত্যতা স্বীকার করেন।


গত শনিবার বেলা ১২টার দিকে ভাড়ায়চালিত মোটর সাইকেলচালক কামাল তাইন্দংয়ের বান্দরসিং এলাকা থেকে ‘অপহৃত’ হন খবরে স্থানীয় বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই এক পর্যায়ে তাইন্দংয়ের বান্দরশিং পাড়া, বগা পাড়া, মনুদাস পাড়া, সর্বস্ব পাড়া ও লাকু হেডম্যান পাড়ায় চাকমা ও ত্রিপুরাদের ছয়টি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।
পরে তাইন্দংয়ের নোয়াপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চালক কামালকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এদিকে হামলা অগ্নিসংযোগের ঘটনায় কয়েকশ’ পাহাড়ি পরিবার আতঙ্কিত হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ডে’ আশ্রয় নেয়। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা বাড়ি ফেরেন।


সোমবার দুপুরে হামলা অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অনিল চাকমা বাদী হয়ে মাটিরাঙা থানায় ৩০ জনের নাম উল্লেখ করে প্রায় ১৭৫  জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলার আসামি কামালকে সোমবার রাতে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই রাতেই এজাহারভূক্ত আসামি মনির হোসেন, আমির হোসেন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সন্দেহভাজন হিসাবে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয় স্থানীয় আবেদ আলী মেম্বার, আবু হানিফ মেম্বার ও কামরুজ্জামানকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।