শুক্রবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের খাগড়াপুরে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত এক সমাবেশ থেকে সম্প্রতি মাটিরাঙা উপজেলার কয়েকটি পাহাড়ি গ্রামে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
একই সঙ্গে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করার দাবি জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্ধু খীসা, আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সুধাকর ত্রিপুরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার বক্তব্য রাখেন।
সমাবেশে সুধাসিন্ধু খীসা বলেন, তাইন্দংয়ে যে ঘটনা ঘটেছে তা চরম মানবতাবিরোধী। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে মহিলা কলেজ এলাকায় মানববন্ধন করেছে প্রগতিশীল মারমা ছাত্র সমাজ, শোভাযাত্রা করেছে আদিবাসী ফোরাম।
সকলেই আদিবাসী হিসেবে তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।