আমাদের কথা খুঁজে নিন

   

‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমির সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাগাছাস দুর্গাপুর শাখার সহ-সভাপতি রোমেল মানচিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুসং ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভবানী সাহা, অধ্যাপক রেমন্ড আরেং, দুর্গাপুর খনিজ সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক স্বপন হাজং, নির্জল চিসিম ও বাগাছাস কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক রিংকু মানকিন।
ভবানী সাহা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। সাদামাটি লুট হচ্ছে। বনের বদলে ইকো পার্ক গঠন করা হচ্ছে।
অবিলম্বে এসব বন্ধ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বিজয়পুরের সাদা মাটি অবাধে উত্তোলন বন্ধ, চাকরিতে কোটা বাড়ানো, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয়ের দাবি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.