অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন চার বছর মেয়াদ শেষে বিদায় নিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। শেষ কর্মদিবসে তিনি সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন।
প্রফেসর সালেহ উদ্দিন ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি শাবির অষ্টম ভিসি হিসেবে যোগ দেন।
সোমবার ভিসি হিসেবে তার চার বছরের মেয়াদ পূর্ণ হয়। চার বছর দায়িত্বকালে ভিসির প্রচেষ্টায় শিক্ষা-গবেষণা ও ভৌত অবকাঠামোগত দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উন্নীত হয়েছে । এর মধ্যে বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন প্রোগ্রাম, ডিজিটাল ভর্তি পরীক্ষা পদ্ধতি, ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী আদিবাসী কোটা, প্রচার-প্রকাশনা বৃদ্ধি, গবেষণা, সেকেন্ড মেজর কোর্স চালুসহ ক্রীড়া ও সংস্কৃতিতে ইতোমধ্যে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, বর্তমান ভিসির দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ২৫টি বিভাগে উন্নীত করা হয়। পাঁচটি স্বল্পায়তন একাডেমিক ভবনে সব বিভাগের ক্লাস, ল্যাবরেটরি, বিভাগসমূহের দফতর ও শিক্ষকদের অফিস কক্ষের জন্য অপরিসর থাকায় বর্ধিত আকারে উইংটির প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণকাজ (পাঁচ কোটি চার লাখ টাকা ব্যয়ে) শেষ করা হয়েছে।
এর মধ্যে দুটি নতুন শিক্ষার্থী হল কেন্দ্রীয় মিলায়তন, টিএসসি ও নির্মাণাধীন আইসিটি ভবন উল্লেখ্যযোগ্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।