আমাদের কথা খুঁজে নিন

   

একুশ শতকে নারীর অবস্থান



গতকাল এক নারী কর্মীর সাথে দেখা। কথা প্রসঙ্গে তাকে প্রশ্ন করলাম বর্তমানে নারীর সারবিক অবস্থা কেমন। আমাকে অতিশয় অবাক করে তিনি হাসি মুখে উত্তর দিলেন আগের চেয়ে অনেক ভাল। তার কথা শুনে একটা গল্পের কথা মনে পড়ল গল্প অনেকটা এরকম যে এক ছেলে ডাক্তার এর কাছে বাবার জন্য ডায়রিয়ার ঔষুধ আনতে গেছে ডাক্তার সব কিছু শুনে ঔষুধ দিল ছেলেটি ঔষুধ নিয়ে চলে গেলো। কিছু দিন পর ডাক্তার ছেলেটি দেখে তার বাবার অবস্থা জানতে চাইলে ছেলেটি হাসি মুখে উত্তর দিল আগের চেয়ে অনেক ভাল।

ডাক্তার প্রশ্ন করল কেমন ভাল ছেলেটি আগে জায়গায় জায়গায় পায়খানা করছিল আর এখন বিছানায় করছে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন্য, বর্তমানে নারী সহজ লভ্য পন্ন্য, টাকার বিনিমিয়ে তার সব কিছুই কিনে নিচ্ছে পুরষ সমাজ। এই সমাজে নারী শুধু তার তার কর্ম দক্ষতার জোরে চাকরী পাইনা তার সাথে সুন্দর চেহারা ও সুন্দর বাচনভংগী ও থাকতে হয়। যাতে তার কাছে আগত ভদ্র পুরষগণ তাকে লেহন করে তির্প্তি পাই, শুধু এতটুকুতেই তাদের চাকরী পাকা হয়না তাদের কে উপর মহলকেও বিশেষ উপায়ে খুশী করতে হয়। এছাড়া সাংসারিক কাজ আগের চেয়ে বেশী মনোযোগ দিয়ে করতে হয়।

তাছাড়া নারীকে আজ পুরষ সমাজের কাম লালসা মেটানোর জন্য প্রকাশ্য বেশ্যাবিত্তি করতে হয়। অতএব আগে বেচে থাকার জন্য শুধু একজনের কামনার বস্ত হতে হত আর এখন মিডিয়ার কল্যানে বিশ্বের সকলের কাছে কামনার বস্ত হতে হয়। আগে শুধু একজনের সামনে নগ্ন হতে হত আর এখন মিডিয়ার কল্যানে সারা বিশ্বের সকলের সামনে নগ্ন হতে হয়। সত্যই আগের চেয়ে অনেক ভাল আছে আমাদের নারী সমাজ আমাদের মা, বোন, কন্যারা। [ বিঃ দ্রঃ উপরের লেখাটি সকল পেশাজীবী নারীশ্রমিকদের জন্য ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।