আমাদের কথা খুঁজে নিন

   

একুশ



একুশ -মাহফুজ খান একুশ তোমাকে বীর ভাষা সৈনিকের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তোমার জন্যই আমার ভাষা আজ এত সমৃদ্ধ ও সন্মানিত। তুমি শুধু আজ কেবল জাতীয় নও আন্তর্জাতিক ও বটে, এ আমার অহংকার। চেয়ে দেখো তুমি তোমার স্মরণে- রাস্ট্রের জাতীয় পতাকা আজ অর্ধনমিত কেমন করে আজ ভালোবাসার অর্ঘ্যে পূর্ণ হয়ে উঠেছে শহীদ মিনারের বেদী, চেয়ে দেখো আজ মিছিলের সারিগুলো কেমন করে তোমার কাছে কেবলই ছুটে আসছে, বিশ্ব আজ অবাক মোদের গরব বাঙলা ভাষাকে নিয়ে। তোমাকে ঘিরে- আমি গর্বিত আমার শব্দ ও বাক্যে, আমার লেখায় ও পড়ায় আমি সত্যিই আজ অলংকৃত তোমার অলংকারে। বাঙলা ভাষা আজ আমার গর্ব তাইতো তুমি আমার ভাইয়ের তাজা রক্তে রাঙানো একুশ, তাঁদের আত্মত্যাগের স্মৃতিতে আজ তুমি ভাস্বর, বাঙালির স্মৃতিতে অম্লান, তোমার জন্যই আজ আমরি বাঙলা ভাষা, আমি কি ভুলিতে পারি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।