আমাদের কথা খুঁজে নিন

   

পোষ্ট গার্ডঃ ইন্সট্যান্ট "নটি"-ফায়ার - এ্যা ব্লগ মারামারি ইউপন

সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।
আমার এই পোষ্টটি ডাইহার্ড ব্লগারদের জন্য, যারা উপরের ছবির মতো নিজের পরিচয় প্রকাশ করতে ভালোবাসেন , যারা ব্লগে খান, ব্লগে ঘুমান, ব্লগবাড়ি ছাড়া আর সবকিছু ভূলে যান (নিচের ছবি দ্রষ্টব্য)। এবং ভার্চুয়ালী দ্বন্দ/ঝগড়া/আড়াআড়ি/মারামারি করতে করতে কিবোর্ডটাকে চিবিয়ে গিলে ফেলেন তাদের জন্য একটা ছোট্ট টুল বানালাম। এটা তাদের অস্ত্র ভান্ডারে মোক্ষম তীর হিসেবে কাজে দেবে কাজের কথাঃ মনে করুন, আপনি একটা ব্লগ লিখলেন। আপনার প্রোফাইল পেজে যেয়ে আপনি জানতে পারেন যে কে কে আপনার ব্লগে ভিজিট করলো, কখন করলো ইত্যাদি।

কিন্তু যদি এমন হয়, কেউ ব্লগ ভিজিট করলেই আপনি যেনে যাচ্ছেন তার উপস্থিতির কথা - তাহলে কেমন হয়? মনে করুন, আপনি এই লেখা পড়ছেন আর আমি জেনে গেছি এই পোস্টে আপনি পা মাড়িয়ে গেছেন, তাহলে কেমন হবে? আমি আপনার সম্পর্কে টুকটাক তথ্য জেনে গেছি - যেমনঃ আপনার অপারেটিং সিস্টেম কী? আইপি কত? কোন দেশ থেকে ব্লগাচ্ছেন ব্লা ব্লা ব্লা! না যা ভাবছেন, তা নয়। আপনাকে রেসি ভাড়, মডু হতে হবে না। আর সামু এই ফিচারগুলো এডও করবে না। তাহলে? উত্তর জানতে হলে পড়তে থাকুন কিভাবে? হুমমম। সামুতে কোনো এক্সটার্নাল স্ক্রীপ্ট কাজ করে না, করার কথাও নয়।

তবে এতো গভীরের তথ্য পাবার উপায় কী? আছে সেটা হলো এক্সটার্নাল ইমেজ/ফটো। নাহ! এবারো ভাবনা পুরো ঠিক হলো না। এক্সটারনাল ইমেজের রেফারেল ইনফরমেশন দেখে লাইভ ইনফরমেশন কাজে লাগানো যাবে না, আপনি ইন্সট্যান্ট নটিফায়েড হতে পারবেন না। তবে? উত্তর হলো ঐ একটাই, ইমেজ/ফটো আমরা পোষ্টে এক্সটারনাল ইমেজ যোগ করে থাকি, আমাদের "নটি"-ফায়ার কে কাজে লাগাতেও নটি ইমেজ এড করবো। এই ইমেজ ইমেইল করে (ইচ্ছা করলে ইফ্যাক্স/এসএমএস ইত্যাদি ইন্ট্রিগেট করে নিতে পারবেন) আমাদেরকে জানিয়ে দেবে।

যা যা প্রয়োজনঃ আপনার হোস্টিং এ্যাকাউন্ট (এইচটিএক্সেস সাপোর্টেড) আর যেকোনো ল্যাংগুয়েজে দক্ষতা (আমার দেয়া উদাহরনে পিএইচপি ব্যবহার করা হয়েছে - এটা সবাই পারে)। ফলো মিঃ একটা ইমেজ স্ক্রীপ্ট লিখে ফেলুন, যেমন - <?php //naughtyscript.php $path= 'shocked.jpg'; $img = imagecreatefromjpeg(path); //এইখানে আপনার কোড গুলান বসায়ে দেন // মেইলার স্ক্রিপ্ট বসিয়ে দেবেন header('Content-type: image/jpg'); imagejpeg($img); ?> নটি স্ক্রীপ্ট রেডি, এখন ফাইলটারে ঠিকঠাক মতো ডেলিভারি করতে হবে, সামু এক্সটারনাল রিসোর্স থেকে ইমেজ নেয়, কিন্তু স্ক্রীপ্ট (ডায়নামিক ইমেজ ) কে ডিনাই করে। এইচটিএক্সেস দিয়ে আমরা সামুর ফিল্টারিংকে ফাকি দেব //.htaccess RewriteEngine on RewriteRule ^(.*).jpg naughtyscript.php [L] এই ফাইল দুটা (ইমেজসহ ৩টা) কে আপনার হোস্টিং সার্ভারে তুলে দেন কাজ শুরু হয়ে যাবে। পোস্টে ইমেজ এড করুন এভাবে - Click This Link কাম শেষ! জয় হোক সবার গুতাগুতির। (এই পোস্টের অনুপ্রেরনাঃ এভাবে অনেকেই কাজ করছেন, আমি প্রকাশ করলাম মাত্র! )
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.