আমাদের কথা খুঁজে নিন

   

একটি আধা সাময়ীক পোষ্ট: আসছে ডিজিটাল নতুন বাংলা বছর, চলেন পোষ্ট আর কমেন্টের হালখাতায় একখান রিফ্রেশ দেই ...



পুরাতন বাংলা বছর ১৪১৫ এখন দৌড়ের উপর। অনেকটা প্রতিপক্ষের ধাওয়ায় পলায়নরত ছাত্রলীগের কোন একটা গ্রুপের মতো। আসছে ১৪১৬। নতুন বছর যদিও কোনো পরিবর্তন নিয়ে আসেনা। শুধু সংখ্যার পরিবর্তন ছাড়া।

তারপরও আমাদের যেহেতু করার কিছু নেই, যেহেতু আমরা ‌'আশা' করে সময় পার করি সেহেতু আমরা এক ধরণের আশা করে থাকি, এইবার একটা ভালো কিছু হবেই। আসলে কিছুই হয়না। যে যেমন আছি তেমনি রই। তারপরও কিছু আশার ( এনজিও না) কিছু কাজ করতে হয়। সেই আশায়ই আশা করি আমাদের ব্লগিং নতুন বছরে সুন্দর হোক।

ভালো ভালো পোষ্ট দিয়ে ব্লগের পুষ্টি বাড়াই। ব্যান মুক্ত থাকি। আর আমাদের কমেন্টেও আসুক বিস্ময়কর পরিবর্তন। বাড়ুক সহনশীলতা । মোটামুটি একটা প্যাকেজ প্রোগ্রাম হাতে নিয়া সব মিলাইয়া একটা রিফ্রেশ দেই।

যেন ডিজিটাল বাংলা বছরে আমরা ইজিটাল (সহজে টাল) না হয়ে যাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.