একুশ আমার অহংকার
স্বাধীন সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বিশ্বের পরাশক্তি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। তাঁর ফাঁস করে দেওয়া প্রায় আড়াই লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রসহ বহু রাষ্ট্রের পরিচালকদের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে।
তিনি যে তথ্যভান্ডার ফাঁস করেছেন, সেই একই তথ্যভান্ডার প্রকাশ করে চলেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ব্রিটেনের দ্য গার্ডিয়ান -এর মতো সংবাদমাধ্যম, উইকিলিকসকে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ করতে গেলে এসব নামকরা গণমাধ্যমকেও অভিযুক্ত করতে হয়, সেটা সম্ভব না হওয়ার কারণেই সম্ভবত তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করানো হয়েছে, এবং জানা গেছে যে- যিনি সেই অভিযোগ করেছেন, তিনি একসময় সিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তাই অভিযোগকারীর অভিযোগ বিশ্বাসযোগ্যতা হাড়িয়েছে,
আমরা চাই, উইকিলিকস চালু থাকুক, আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রগুলোর আচরণ আরও স্বচ্ছ ও জবাবদিহির মধ্য দিয়ে চলুক। পাশাপাশি, জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়াতেই হোক; তিনি যেন কোনোভাবেই প্রতিহিংসার শিকার না হন। কেননা, তাতে জনগণের জানার অধিকারই আহত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।