ডানের বামে এবং বামের ডানে
আজ সকাল থেকেই উইকিলিকসে ঢুকতে পাছিলাম না। তারপর জানলাম উইকিলিকসের ডোমেইন সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান EveryDNS.net তাদের সার্ভিস বন্ধ করে দেওয়ায় ওয়েব ঠিকানা বদলাতে বাধ্য হয় উইকিলিকস। বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার ওয়েব ঠিকানা বদলে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় এই ওয়েব সাইট। নতুন ওয়েব সাইটটির ঠিকানা হচ্ছে-
http://www.wikileaks.ch
তবে এই সাইটটিতে প্রচণ্ড চাপ থাকায় প্রায়ই ঢুকতে অসুবিধা হয়। এই জন্য বিকল্প ওয়েব ঠিকানাগুলো হচ্ছে-
১।
http://www.wikileaks.no
২। http://www.wikileaks.nl
৩। http://wikileaks.dd19.de
৪। http://www.wikileaks.pl
৫। http://www.wikileaks.fi
৬।
http://www.wikileaks.de
৭। http://www.wikileaks.at
আর যারা সাম্প্রতিক ফাঁস হওয়া মার্কিন কেবলগুলো পড়তে চান তারা এই ঠিকানাগুলো ব্যবহার করতে পারেন।
http://www.wikileaks.no/cablegate.html
http://www.wikileaks.nl/cablegate.html
তথ্য হোক অবারিত।
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।