সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
বড় ভাই আর ছোটো বোন দুইজনের পায়ের একই জায়গায় কালো, খুব কালো তিল, এই নিয়ে দু ভাইবোনের সে কি খুনশুটি .. তারা যে আপন ভাইবোন এটার নাকি প্রমাণ ঐ কালো তিল। কিন্তু ঐ তিলের কালো রং ও আজ বোনটির ফ্যাকাশে লাগে, তারচেয়েও অনেক ঘন কালো আধার যে আজ ভাই আর বোনের মাঝে দাড়িয়ে। বড় আপন সেই ভাইটি যে আজ মৃত্যুর খুব কাছে।
ভাইটির দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।
বাবা মায়ের শেষ সম্বলটুকুও বিক্রি করে ভাইটির জন্যে ভারতে চিকিৎসা করানো হয়েছে। সেখানে খরচ কুলানো সম্ভব হয়নি বলে দেশে আনা হলো, কিন্তু কিডনি প্রতিস্থাপন ছাড়া ভাইটি যে বাঁচবে না। ছোট বোন রাজি হয়েছে কিডনি দিতে। কিন্তু প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না টাকার অভাবে। ছয় ভাইবোনের মধ্যে সবার বড় মো. শাহীনুর রহমান (৩৩) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ ছয় মাস হাসপাতালের বিছানায় কাটছে তাঁর জীবন। ঝাপসা হয়ে আসছে পরিবারকে নিয়ে দেখা সব স্বপ্ন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহীনুর বর্তমানে চিকিৎসাধীন ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিগগিরই চিকিৎসা করা সম্ভব না হলে অবস্থার আরও অবনতি হবে। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৫ লাখ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়।
দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে প্রায় নিঃস্ব এ পরিবারটি এখন আর্থিক সহযোগিতা চায়।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
সাহায্য পাঠানোর ঠিকানা:
মো. শাহাদাৎ হোসেন,
হিসাব নম্বর: ৪০০৯-০১৯৬৮৮-৩০০
এবি ব্যাংক, কাকরাইল ব্রাঞ্চ, ঢাকা-১০০০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।