© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
আজকে অফিসের লাঞ্চ আইটেম ছিলো ভূনা খিচুরী
দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তাই আজকে অফিসে দুপুরের লাঞ্চ আইটেম করা হয়েছে খিচুরি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আর আমরা অফিসের মুরগি, ডিম আর খিচুরী খেতে খেতে কেমন একটা বর্ষা বর্ষা আমেজ পাচ্ছি। ক্যালেন্ডারের দিকে না তাকালে বর্ষাই ভাবার কথা। আবহাওয়ার এই উলটা পালটা আচরণ দেখে খানিকটা বিরক্ত হলেও অবাক হই না আমরা। এমন একটা দেশে বাস করি যেখানে সবকিছুই উলটা পালটা... বিদেশি কোম্পানীগুলো পর্যন্ত এখানে ব্যবসা করতে এসে শেষ পর্যন্ত উলটা পালটা আচরণ করতে শুরু করে। বলা যায় মানিয়ে নেয়ার চেষ্টা করে.. সেখানে আবহাওয়াকে দোষ দিয়ে লাভ কী?
নচিকেতার একটা গান ছিলো- কোন এক উলটো রাজার উলটো বুঝলে প্রজার দেশে.. চলে সব উলটো পথে উলটো রথে... গানটা নেটে পাওয়া যায় কিনা সার্চ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।