আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো
আচ্ছা আমরা বাংলাদেশীরা এমন কেন?? সব কিছুতেই বিভক্ত । ২ নেত্রী...আস্তিক-নাস্তিক্...প্রাইভেট-পাবলিক ভার্সিটি...ভারত-বাংলাদেশ আরো অনেক কিছুই আছে থাক আর কইলামনা । এখন আবার শুরু হইছে শাহরুখরে নিয়া । বাংলাদেশের সঙ্কৃতির ভিত্তি কি এতই দুর্বল যে শাহরুকের ৪-৫ ঘন্টা আসাতে নষ্ট হয়ে যাবে ! ও প্রফেশনাল টাকা দিলে আসবেই আর আসছে যখন তাকে অপমান করার অধিকার আমাদের নাই, আপনার ভালো লাগেনা আপনে ফলো কইরেননা । যার টাকা আছে সে দেখবে তাতে আপনার কি ?? খালি লিখে আর চিল্লাচিলি কইরা যদি সঙ্কৃতি বাচাইতে আর গরিবী দূর করা যাইতো তাহলে হইতোই । আপনার যদি গরিব মানুষের এতোই চিন্তা যান রাস্তায় নাইমা পড়েন সাহায্যের জন্য । চিল্লাফাল্লা কইরা কি লাভ ।
ভারত এতো বড় দেশ টিকে আছে শুধু মাত্র তাদের ছিনেমা আর ক্রিকেট দিয়ে । আমাদেরতো ক্রিকেট ছাড়া আর কিছুই নাই বিনোদনের আর আছে শুধু দুই নেত্রীর চিল্লাফাল্লা । যার টাকা আছে সে দেখুক তাতে আপনার কি !! আমার কাছে টাকা থাকলেও আমি যাইতামনা কিন্তু অন্যজন করলে মানা করার অধিকারতো আমার নাই
আমার টাকা দিয়ে আমি অপচয় করুম তাতে মাইনসের কি??? দেখবেন যে গুলা অপসঙ্কৃতি কইয়া চিল্লাইতাছে তাদের শেষ দেখা ছিনেমাটা কি বললে বলবে যে কোন একটা হিন্দী অথবা ইংলিশ মুভির নাম......আবার ঠিকই শাহরুখের অনুষ্ঠানটা টিভিতে বড় আগ্রহ নিয়া দেখবো
বাঙ্গালী সব কিছু নিয়া চিল্লায়...একটা বিষয় ধরাইয়া দিলেই হইলো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।