আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের প্রথম তথ্যযুদ্ধ উইকিলিকস? বাংলা ব্লগ এই কাহিনী অনেক আগে শুরু করছে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
গতকাল রাতে স্বপ্ন দেখছিলাম, কিবোর্ড যোদ্ধারা একের পর এক ঝাপিয়ে পড়ছেন, যোগাযোগ কৌশলের নানান অস্ত্র নিয়ে। কেবল ভাষা নয়, যুক্ত হয়েছে ছবি ভিডিও ইন্টারেনট রেডিও জিপিএস ট্র্যাকিং স্ক্রিপ্ট ট্রান্সফার আরো কতকিছু। সারা বিশ্বকে নাড়িয়ে দিল যে ওয়েব সাইট, "উইকিলিকস" সেটির কর্ণধার জুলিয়ান এ্যাসাঞ্জের পক্ষে তথ্য যুদ্ধের আহবান জানিয়েছেন জন পেরি বার্লো।

এই লড়াই তথ্যের মুক্তির, সেন্সরশিপ রোধ করণের। আমার তখনি মনে হল এই ঘটনা বাংলা ব্লগে নতুন নয়, আমরা ছাগু ছানাপোনা দূরীকরণ থেকে গোপন করে দেয়া সরকারী তথ্য নিয়ে লড়াই করেছি অনেক আগে থেকেই। দিনভর রাতভর না ঘুমিয়ে না খেয়ে কি বোর্ডের কি-গুলোকে নাস্তানাবুদ করেছি। হয়ত এত বড় পরিসরে নয়, কিন্তু বাংলা ভাষাভাষী বৃহৎ কমিউনিটিতে তো বটেই। তথ্যযুদ্ধের এই বৃহৎ পরিসরে যুক্ত হয়েছে উইকিলিকস।

জুলিয়ান এ্যাসান্জে এর মুখপাত্র, কিন্তু পেছনে আছেন আরো অনেক তথ্যমুক্তিকামী মানুষের দল। আমরা না চাইলেও এর অংশীদ্বার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামীর যুদ্ধ তথ্যযুদ্ধ, নো স্কেইপ ফ্রম ইট। তাই প্রয়োজন পক্ষ ঠিক করা, তথ্য মুক্তি পক্ষে আমার অবস্থান, আপনারা কি ভাবছেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.