থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকাতে এসে নামবেন হিন্দি সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক শাহরুখ খান। তাঁকে বিমানবন্দরে কে কে স্বাগত জানাবেন, তার কোন তালিকা আয়োজকদের কাছ থেকে না পাওয়া গেলেও পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি শেষ অস্ত্র হিসেবে উনাকে উনার সঙ্গিসাথীসহ [ মানে, শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপাল, ইশা কোপিকারসহ অর্ধশত শিল্পীর ওই টিম ] বাংলাদেশে আসামাত্র তাদেরকে পারিশ্রমিক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ছাড়া বিজয়ের মাসে এমন ভিন দেশি এক লোককে দিয়ে আমোদের অনুষ্ঠান করার জন্য অনেক 'সুশীল'-দের শির-প্রদাহ হচ্ছে। উনাদের বাসাতে কিন্তু সব সময়ে হিন্দি প্রোগ্রাম চালু থাকে টিভি-তে। তখন কিন্তু স্বদেশি সংস্কৃতির গতিধারা সঠিক পথেই থাকে!
দেখা যাক, শাহরুখ আমাদের দেশে আদৌ আসেন কিনা, সেইটা এখন শেষ চমক হয়েই থেকে গেল।
আমাদের দেশে সব কিছুই তো আবার প্রধানমন্ত্রীর ছোঁয়া লেগে ঠিক হয়, তাই ভাবতেছি এই ব্যাপারে কখন প্রধানমন্ত্রী তার জাদু স্পর্শ দেবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।