আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের গলা থেকে চুরি হওয়া দঁড়িতে মানুষের অতি-ট্রাজ়েডিক আত্মহত্যার ফাঁস


কাঁচঘেরা একটা ATM বুথের ভেতরে প্রজাপ্রতি আটকে পড়ে বের হবার পথ খুজঁছে তার ডানা দিয়ে সে আঘাত করছে স্বচ্ছ কাঁচের দেয়ালে তুমি,তোমার বা আমি কি শিহরিত হচ্ছি সেই ডানার ভেষজ স্পর্শে , কাম জাগছে কি তোমার আমার কঙ্ক্রিট ত্বকে আর চেহারায়??? বুথের মেশিনে জ্বলছিল অজস্র লাল,নীল,গোলাপী বাতি, প্রজাপ্রতি ভাবলো আহ কি দারূন রঙ্গীন ফুল ,কি মধুর এই বাগান!!! লোভে আমি ,আর "আমি"তে তোমার মৃত্যু মানে চাকুরীর ছাগলের দঁড়িতে সবার গলায় ফাঁস আর কাঁচঘেরা ঘরের বাইরে অর্থমন্ত্রীর বউএর প্যান্ডোরা বাক্স হারানোর জাতীয় শোক সংবাদে মাথার চুল ছিড়ছে এক পাগল তুমি ,আমি , আমরা, তোমারা আর কেউনারা কোনজন? প্রজাপ্রতি, পাগল , ATM বুথ নাকি ওই মেশিনের লাল,নীল,গোলাপী বাতি?????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.