আমাদের কথা খুঁজে নিন

   

আমার পিসির কিছু মজার, কিঞ্চিত প্রয়োজনিয় আর কিছু আজাইরা বুকমার্ক। (সবজন্তা টাইপ ব্লগাররা একশ হাত দূরে থাকুন) তয় আসলে চুপি চুপি আসতে পারেন (পার্ট-২)

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।

(প্রথম পর্ব) গত পর্বে গদাম সহ প্লাস খাইবার পরে মনে হইল মোবাইল নাম্বারটা পোস্টে দিলেই পারতাম। কেউ যদি খুশি হইয়া কিছু ফ্লেক্সি করে ! আর সাথে যদি কোন সুন্দরি ললনার ফোন উপরি হিসেবে আসে তাইলেতো কথাই নাই , আমি আবার হারামির ফোনের ইসঠার সাবস্ক্রাইবার ।

তখনি মনে হইল আরে আমার মোবাইলটা কি জেনুইন চায়নার?যদি না হয়? আর সিমটা হারমির ফোনেরতো, নাকি দশ বছর ধইরা আমি টি এন্ড টি ইউজ করতাছি। এমনি সময় মনে হইল এই সাইটটার কথা। এই সাইটে আছে “নাম্বার এনালাইসিস টুল” যেখানে মোবাইল IMEI, Phone Number, Sim Number, IMSI, ISPC নাম্বার এনাইলাসিস করা যাইবো, এবং এগুলো সম্বন্ধে ইনফর্মেশন পাওয়া যাইব (IMSI, ISPC এগুলা যে কি ভাল কইরা মাথা ঢুকে না তয় এইডা বুঝি এগুলার মোবাইলের লগে ব্যাপক সম্পর্ক আছে)। এছারা International Numbering Plan, International area code lists, International Dialing instructions, Online Dialing Code এবং Full Database Download ইত্যাদি সুবিধা পাওয়া যাইব। আরো কি আছে? কেন নিজেরা যাইতে পারেন না ওই সাইটে।

আমি মাত্র মাসে ১ জিবি ইউজাই। আমার লিমিট শেষ হইলে কিন্তু খবর আছে। সাইটটা হইল: http://www.numberingplans.com আহা হা কি সুন্দর পোস্ট (নিজের পোস্টের দিকে নিজেই তাকায়া থাকি, এই কারনে মন্তব্যের জবাব দিতে দেরি হয়)। যদি ফ্রিল্যান্সার হইতে পারতাম। এরকম ব্লগগুলা যে কই।

থাউক গা। তাই খুইজা বাইর করলাম ফ্রিল্যান্সারগো লাইগা ১০০টা টপ ফ্রিল্যান্সার ব্লগের লিস্ট। বিশ্বের ১০০টা গ্রাফিক্স ডিজাইন, সফটওয়ার ডেভেলপার, ওয়েব ডিজাইনার থেকে শুরু কইরা ফ্রিল্যান্স রাইটার, সোশ্যাল মিডিয়া, লাইফ স্টাইল, মার্কেটিং সম্বন্ধে টপ ব্লগগুলার লিস্টি দেয়া আছে। http://www.odesk.com/blog/2009/04/top-100-freelance-blogs বাপরে এই পোস্ট রাইটার কত কি জানে, আপনারা নিশ্চই এই ভাবতাছেন ? আমি জানি রে ভাই জানি! আপনারা না কইলেও বুঝি। আরে মিয়া আপনেও পারবেন ।

এর লাইগা লাগবো একটা কম্পু (ডেস্কটপ বা ল্যাপু , একটা ইন্টারনেট মডেম, সব সময় না, মোবাইল হইলেও চলব (আহ কত কি জানি)। আমার মত জানতে চাইলে আর প্রযুক্তিগত আপডেটেড খবর পাইতে গুড রিভিউর জন্য ক্লিকাইতে পারেন এই নিচের লিংকে http://www.engadget.com হ্যালো। হ্যা প্রিন্স অফ ব-দ্বীপ বলছি। ও মোবাইলে ফ্লেক্সির ১০ টাকা পাঠাইবেন । চেকের মাধ্যমে।

ঠিক আছে। ও আবার সাইন তৈরি কইরা দিতে হইব নাই হইলে ব্যাংক একাউন্ট খুলতে পারতাছেন না। আরে ভাই কি যে জ্বালাতন করেন । তাড়াতাড়ি নিচের সাইটে যান। এখানে বিভিন্ন প্রকৃয়ায় নিজের সিগনেচার তৈরি করতে পারবেন।

এমনকি স্ক্যান্ড ইমেজ থেকেও। বোনাস হিসেবে নিজের পছন্দের ফন্টও তৈরি করতে পারবেন http://www.mylivesignature.com/ প্রথম পর্বে ব্লগার নামহীনা একটা সাইটের নাম দিয়া আমার উপর এই সাইটের কাজ ও বর্ননা কি হবে তা লেখার ভার দিয়া গেছে। সেই থেইকা আমার ওজন বাইরা গেছে আর কোমরের হাড্ডিতে টান পরছে । তাই তারতারি ওই সাইটে ঢুইকা ভার কমাইতে গিয়া দেখি তেলেসমাতি কান্ড । এটা একটা আরকাইভ।

এই আরকাইভটা সাজানো হয়েছে পাচটা ভাগেঃ ভিডিও, মুভিং ইমেজ অডিও, টেক্সট ও ওয়েব বিভাগে। এছারা বোনাস হিসেবে আছে সফটওয়ার আরকাইভ বিভাগ। এই প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। সেই হিসেবে তাদের আছে বিশাল কালেকশান ও কালেকশানের বৈচিত্র। সত্যি কথা বলতে কি এখানে যা আছে তা নিয়ে রিভিউ দেয়া আমার সাধ্যে নাই।

তাই এই সাইট যাচাই করার দায়িত্ব আপনাদের ( প্রেসারটা এখন আপনাদের কাধে, হি হি হি) http://www.archive.org ধেত আগের পোস্টের মত আবারো এই ২য় পর্ব পইরা ধরা খাইলাম । খোমাখাতায় (ফেসবুক)এই পোস্টের বিরদ্ধে একটা স্ট্যাটাস দিতেই হইব। কিন্তু ইমোশান বুঝামু কেমনে । আর রাগের মাথায় দেয়া টেক্সট গুলারে কালার কেমনে দিমু? আরে ভাই আমি আছি না। নেন নিচের লিঙ্কুতে ক্লিকায়া খোমাখাতা যোগ (ফেসবুক প্লাস) নিম্নভরন (ডাউনলোড) করেন।

(পারলে পোস্টের লিঙ্কুডা একটু শেয়ার কইরেন ) http://o.fb-plus.com/o/2-34# (কৃতজ্ঞতাঃ গত পর্বে যাদের কাছে কৃতজ্ঞ ছিলাম এবারো তাদের কাছে। প্লাস ব্লগার নামহীনার কাছে যে আরকাইভটার লিঙ্ক দিয়ে সাহয্য করেছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.