পৃথিবীর আর কোন দেশে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আমার নেই আমার দেশে আমি গড় যে গতি পাই পাই বিভিন্ন মোবাইল কোম্পানির বদৌলতে তা প্রায় সবই ১৫ কিলোবাইট পার সেকেন্ডের আশে পাশে। এর জন্য প্রতি মাসে ১জিবির জন্য গড়ে গুনতে হয় ৩৪৫ টাকা। ওয়াইম্যাক্সের কথা পাড়লামনা কারন ওটা এখনও সব সিটি কর্পোরেশনে যেতে পারেনি।
২য় প্রসংগ আমরা নাকি ভারতকে টেলিকরিডোর দিচ্ছি অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের এয়ারটেল ও রিলায়েন্সকে অপটিক ফাইবার কেবল নিতে দিব সেভেন সিস্টার্স রাজ্যগুলোয়।
৩য় প্রসংগ আমরা আমাদের উদ্বৃত্ব ( :-? ) ইন্টারনেটের ব্যান্ডউইথ এ পথেই ভারতে রফ্তানি করবো।
২ য় ও ৩ য় প্রসংগে কি আপনি কিছু জানেন? আমি শুনেছিলাম কয়েকমাস আগে, বর্তমান কোন খবর জানি না। কত টাকায় আমরা রফ্তানি করবো তাও জানিনা, আসলে চুক্তিতে কি আছে (যদি হয়ে থাকে) আপনারা কি কেউ বলতে পারবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।