আমি একজন বাংলাদেশী
আগামী দশ তারিখ বলিউড কিং শাহরুখ খান আসছে খবরটি কেনা জানে ! শুনেছি প্রতিটি সাধারন টিকিট নাকি বিক্রি হয়েছে ১০,০০০ টাকারও বেশি করে। আর ভিআইপি টিকিট বিক্রি হয়েছে ২৫,০০০ টাকারও বেশী করে (সত্যতা জানিনা)। আর্মি স্টেডিয়ামে যদি ১০,০০০ ভিআইপি সিট প্লান থাকে তবে টিকিট বিক্রি হয়েছে ২৫,০০০×১০০০০ = ২৫০০০০০০০ টাকার আর যদি সাধারন সিট প্লান ৫০০০০ হয়ে থাকে তবে টিকিট বিক্রি হয়েছে ৫০০০০×১০০০০= ৫০০০০০০০০ টাকার (আমি ঠিক জানিনা সিট প্লান অনুমানে ধরে নিলাম) তারমানে মোট টিকিট বিক্রি হয়েছে ২৫০০০০০০০+৫০০০০০০০০ = ৭৫০০০০০০০।
ওরে মোর খোদা বাংলাদেশের মানুষ একরাত্তিরেই খরচ করবে পঁচাত্তর কোটি টাকা !
হয়তবা সেই রাতেই ঐ মানুষগুলো যে দেশে বাস করে সে দেশের কোন জায়গায় শীতের কাপড়ের অভাবে তারই কোন ভাই কষ্ট পাবে অথবা শীতের প্রচন্ড কষ্ট সহ্য করতে না পেরে মারা যাবে।
ভাই একটা শীতের কম্বল বা শীতের কাপড় ২০০ টাকা দাম হলেও তো পঁচাত্তর কোটি টাকায় প্রায় ৩৭ লক্ষ পঞ্চাশ হাজার শীতের কম্বল বা শীতের কাপড় পাওয়া যায়।
প্লীজ ভাই একুট হিসাব করে দেখেন এবারের শীতে আমাদের দেশের মা, বাবা, ভাই,বোনেদের কি শীতের কাপড়ের অভাবে কষ্ট পাওয়া উচিত ?
যেখানে আমরা একরাতে বিনোদনের জন্য খরচ করি ৭৫০০০০০০০ টাকা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।