যেখানে আমার হয়েছিলো শুরু
সেখানেই হলো শেষ,
এতদিন একেলা ছিলাম
ছিলাম আমি বেশ।
আমার পাজড়ের আঠারো জোড়া হাড়ঁ
যখন তুলে দিয়েছিলাম তোমার হাতে
কিসে অমূল্য না বুঝেই
হরন করেছিলে তাক্।ে
ক্ষরণ ক্ষরণ রক্ত ক্ষরণ
বুকে আমার জমাট বাধঁন
যতইতোমায় করি বচন
ততই আমার বাড়ে কাদঁন।
ভাবব না আর তোমায় নিয়ে
ভাবব আছিবেশ
এখন থেকে আমি আমার
আমি আমার শেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।