শূন্য
ভালই তো দেখাইতাছেন তেলেস্মাতি খেল
ঘাতক দালাল নির্মূল কমিটি , চেতনায় ৭১
আরো কত কি !
করতাছেন ঘোড়ার আন্ডা ।
রাজাকারের লাইগা এত্ত পিরিত কে ?
কথায় কথায় তুই রাজাকার , ধর রাজাকার , মার রাজাকার
এই করেগা , সেই ছিড়েগা
সেই ছিড়িয়া গিট মারেগা
আরো কত কিছু করেগা ।
রাজাকার দেইখা থুথু মারো !
কে , আমরা কি সেই সময় কিছুই করি নাই ?
আমরা কি লুটের মাল আর মাইয়া মানুষ
ধইরা গণিমতের মাল কইয়া
ভাগ করি নাই ?
আমরা কি লাখ লাখ মা বোনের
ইজ্জত লুটি নাই ?
আমরা কি ৭১’এ
আর তার পরে মুক্তিযোদ্ধা মারি নাই ?
তবে ক্যন্ খালি রাজাকার !
আমরা আল্ শাম্স্ আর আল্ বদররা
গেলাম কৈ ?
আমরা কি স্বাধীনতার ঊষালগ্নে
জাতির শ্রেষ্ঠ সন্তান
বুদ্ধিজীবিদের হত্যা করি নাই ?
তবে ক্যান্ ছন্দ দিয়া কও
“মাওলানা মান্নান আগে ছিল ধর্মে
আমরা তো হতবাক তার কাজকর্মে । ”
রস্ দিয়া কইতে শুনি
“আমি রাজাকার গোলাম আযম ৭১’এর ঘাতক
তছবি গুনে নামায পড়ি টঙ্গী থেকে ছাতক । ”
আহারে হে গো দিন তো শেষ
অহন আমাগোরে নিয়া দুইটা লাইন লেখো ।
চোঁখের সামনে শকুনের মত ঘুরতাছি
বুক ফুলাইয়া চলে আমাগো নাটের গুরু
যারা ছিল আল্ শাম্স্ আর আল্ বদর গো সর্দার
সেই নিজামী আর মুজাহিদীরে দেখোনা ?
তারাও তো করছে খুন , ধর্ষণ , হত্যা
খালি হত্যা না গণহত্যা ।
তবু খালি মান্নান আর গোলাম আযম
সাবধান কইরা দিতাছি সাবধান
রাজাকার গো একবার থুথু দিলে
আল্ শাম্স্ আর আল্ বদররাও
একবার পাওনা থাকব ।
সময় মতো পৌঁছায়া দিবা , না দিলে
কইলাম আমরা ভুল করমুনা
নিজেরাই নিজেগো মুখে থুথু দিমু ।
আর আমাগো ছাত্র সেনাগো
কইয়া যামু ঃ
“ দেশটারে যদি আবার আইয়ামে জাহেলিয়াতের যুগে নেয়ার সুযোগ আসে , তবে বুইড়াগোরে সুযোগ দিস না । নিজেরাই সব করিস।
নইলে কইলাম আমাগো মত পস্তাবি, বুইড়া বয়সেও কইলাম থুথুর ভাগ পাবি না । ”
আবারো কইতাছি সাবধান সাবধান
আমাগো নেতা ঘাতক দালাল
নিজামী আর মুজাহিদীরে নিয়া
দুইটা লাইন লেখ্ , একবার থুথু দে
নইলে কইলাম
এক্কেবারে দেবানে শুয়াইয়া ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।