যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ব্লগে অনেকের লেখাই পড়েছি কিন্তু উদাসী স্বপ্ন'র মত গদ্য খুব কম চোখে পড়েছে। সমসাময়িক রূপকে অভ্যস্ত বিচরণ এতই সুখপাঠ্য যে ঠুনকো বিষয়ও জীবন্ত প্রতিভাত হয়। বাক্য-বিন্যাসে স্বতন্ত্র একটা হিউমারাস টোন, জীবন দেখার গভীরতম দৃষ্টি, কথ্য শব্দের শৈল্পিক দেহগঠন, উপমার অভিনব প্রয়োগ মিলেমিশে উদাসী স্বপ্ন'র লেখা আমি গিলতাম বলতে গেলে।
উদাসী স্বপ্ন'র লেখা পড়তে চাই অজস্র। একজন উদীয়মান শক্তিশালী গদ্যলেখক তিনি হয়েই আছেন - টাইপড লেখকদের ভীড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।