আমাদের কথা খুঁজে নিন

   

পিকেটারের ভালোবাসা(১৮)

হারিয়ে যাওয়া সময়,হারিয়ে গেছে কোথায় ভালবাসা খেলাপী পুর্নিমা ভালবাসা বরাদ্দ করে দিয়েছে রোদমিলার সারা শরীর জুড়ে রাত প্রহরী কুকুর ছাড়া প্রনী বলতে তুমি আর আমি সামরিক আইন জারি করে সংরক্ষিত করেছি জনসাধারণের প্রবেশাধিকার মন বাড়িয়ে ছুঁয়ে হাটছি অনেকটা পথ ভালবাসার এই ফটকে দারিয়ে আমি দাড়িয়ে তোমার আসার প্রতিক্ষায় আছি নীলচে খামে তোমার বাসায় যে রোজ উরু চিঠি যায় তাতে থাকে দখিনা বাতাস তোমার উড়ানর জন্য জানি তুমি আমার চিঠি বেওয়ারিশ বলে স্থান দিয়েছ নিরুঙ্কুস অবহেলায় ডাস্টবিন নামের ময়লা ঝুরিতে রোজ বিদ্যুৎ যাবার মৌন মিছিলে একবার তোমায় দেখার জন্য তোমার বাড়ির এককুনে দাড়িয়ে গেছি লাম্পপোস্ট হয়ে আকাশ বৃষ্টি ঝরায়,অনভুতিগুলু কেউ মারিয়ে যায় আমি আজও দাড়িয়ে থাকি তোমার হ্যাঁ এর অপেক্ষা আমি আরেকবার পিকেটার হতে চাই তোমার মনের দেয়াল ভাঙব বলে জানি তুমি শাসক গুষ্ঠির মত আমাকে ফিরিয়ে দিবে একলা রাস্তায় তোমার হাতে মরতে চাওয়া আমি আবার নেমে যাই রাস্তায় শহর পুরে,মনের আয়না ভাঙ্গে ইট পাটকেলের নগরিতে দারিয়ে আমি একটাই প্রার্থনা আজ আমার তোমার ছুরে দেয়া একটি টিয়ার শেল আমার বুকে বিধে রক্তাক্ত করুক তোমার মনের পাকা রাস্তা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.