হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
স্কুলে নদীর আত্ম কাহিনী, কলমের আত্ম কাহিনী, গাছের আত্ম কাহিনী ...... ইত্যাদি আবিজাবি কিসিমের আত্ম কাহিনী শিখেছিলাম। এখন হঠাৎ মনে হইলো পিকেটারের আত্ম কাহিনী লিখলে কেমন হয়। এই জিনিসটা তো এখন রাজনীতির মার্কেটে হট কেক ! পিকেটারের জন্ম কোথায় আমি জানি না।
যেহেতু 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো' বলে একটা কথা আছে তাই ইহাদের জন্ম নিয়ে ঘাটাঘাটি করাটা অপ্রয়োজনীয়। ইহারা আকারে-সাইজে-দর্শনে মানুষের মতই। দেশের স্পর্শকাতর মুরুব্বীদের চামচ হিসাবে জীবন উৎসর্গ করে দিয়েছে এরা। এদের জ্ঞানবুদ্ধি কোন মাত্রায় এটা বুঝার ক্ষমতা আমার মত মোটা মাথার পক্ষে সম্ভব নয়। তবে এদের পেশী শক্তি, খুটি শক্তি ইত্যাদি যত পদের শক্তি আছে সবই প্রবল।
'ভাঙ্গ গাড়ী' তাদের মুলমন্ত্র। এই মুলমন্ত্র কামিয়াব করার জন্য তারা নিবেদিত প্রান। তারা আসলে কি চায় তারা নিজেরাও তা জানেনা। মুরুব্বীদের হুকুম পালন করাই তাদের কাজ। মুরুব্বীদের ইচ্ছাই তাদের ইচ্ছা।
উৎসর্গ ঃ আমাদের ব্লগের শুভ ভাইয়ের পরোক্ষ অনুপ্রেরনায় এই জাতের ব্লগ লিখার চেষ্টা করলাম, তাই এটা উৎসর্গ করলাম - একজন শুভ্র মানুষ শুভ কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।