যারা অনেক সময় অর্থাত্ ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে তাদের বিষন্নতা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা৷ তবে ইন্টারনেটের কারণেই বিষন্নতাই পড়ে বেশী বা বিষন্ন মানুষেই ইন্টারনেট ব্যবহারের দিকে বেশী ঝুকে কিনা তা গবেষণায় বলা হয়নি৷ লিডস্ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেন যে কিছু উচ্ছুক ইন্টারনেট ব্যবহারকারী নেশার মতো ইন্টারনেট ব্যবহার করে থাকে৷ ফলে তাদের স্বাভাবিক জীবন ও সামাজিক যোগাযোগ থেকে নিজেদের সরিয়ে ফেলে ইন্টারনেটের চ্যাট বা সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে বেশী সময় দেয়৷ এ গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক কেটরিনা মরিশন জানান, গবেষণা থেকে এই ধারণা আরও দৃঢ় হয় যে মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে মানুষ স্বাভাবিক সামাজিক কাজ থেকে আলাদা হয়ে পড়ে এতে করে তাদের বিষন্নাতা বা আসক্তির মতো মানসিক ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে৷ এ ধরনের ঝোক মানুষের মানুষিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে তিনি জানান৷ এইসব বেশী উত্সুক নেট ব্যবহারকারীরা মূলত যৌন সাইট, গেম সাইট ও অনলাইন নেটওয়ার্ক সাইট গুলোতে বেশী সময় ব্যয় করে৷ তাই সাধারণ ব্যবহারকারীর চেয়ে তাদের মানসিক সমস্যা হওয়ার বেশী থাকে৷ ব্রিটেনে প্রায় চৌদ্দশ' লোকের মধ্যে এই জরিপ চালানো হয়, যাদের গড় বয়স ১৬ থেকে ৫১ বছর৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।