আমাদের কথা খুঁজে নিন

   

৮০টি মার্কিন সংস্থা ইরানের ইসলামী সরকার পতনের জন্য কাজ করছে : তেহরান



ইরানের গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহি বলেছেন,শুধুমাত্র তার দেশের ইসলামী শাসনব্যবস্থার পতনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০টি সংস্থা কাজ করে যাচ্ছে। জনাব মোসলেহি আরো বলেছেন, এসব সংস্থার জন্য বছরে ২০০ কোটি ডলার অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। এসব অর্থ দিয়ে ইরানের ভেতরে ও বাইরে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, ইরানের শত্রুরা গত ১৯ বছর ধরে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এ কাজে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এযাবত খরচ করেছে ১,৭৭০ কোটি ডলার। সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় একজন ইরানি বিজ্ঞানি নিহত হওয়ার ব্যাপারে কয়েকজন অপরাধীকে গ্রেফতার করার পর ইরানের গোয়েন্দামন্ত্রী এ মন্তব্য করলেন। গত সোমবার তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের দু'জন অধ্যাপকের ওপর বোমা হামলার ঘটনায় একজন নিহত এবং অপরজন সস্ত্রীক আহত হন। জনাব মোসলেহি বলেছেন, ওই সব হামলায় মার্কিন, ইসরাইলি ও বৃটিশ গোয়েন্দা সংস্থাগুলো জড়িত রয়েছে। গত ২৮শে অক্টোবর বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ এর প্রধান জন সাওয়ার্স বলেছিলেন, ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করার জন্য গুপ্তচরবৃত্তিক অভিযান চালাতে হবে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।