ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
তথ্যপ্রযুক্তির সেবা জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গ্রামগঞ্জে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন’ কর্মসূচির আওতায় আনা হয়। গত ৫ জুন শনিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই তিনটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার দেয়া হয়। এই কর্মসূচীর আওতায় সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঁচটি কম্পিউটার, পাঁচটি ইউপিএস, পাঁচটি করে কম্পিউটার চেয়ার ও টেবিল, দুটি ইউএসবি ইন্টারনেট মডেম দিবে। এর পাশাপাশি এগুলোর সুরক্ষা ও কম্পিউটার ল্যাবকক্ষ তৈরির জন্য অতিরিক্ত ৩০ হাজার টাকাও দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ। তিনি বলেন, রূপকল্প ২০২১ পূরণ ও ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যে গ্রামগঞ্জে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেয়া এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য পূরণের জন্য গ্রামগঞ্জে তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জামাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক মো. মাহফুজুর রহমান ও কর্মসূচি সমন্বয়ক জাফরুল আলম খান, বিসিসির প্রকল্প পরিচালক ও কর্মসূচি সমন্বয়ক এস এ কে আজাদ।
অনুষ্ঠানে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের কাছে ৩০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। ওই একই দিন কুমিল্লা জেলার ৩৯টি, চাঁদপুর জেলার ২১টি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে চেক দেয়া। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নাসরিন আক্তার ও মুরাদনগর উপজেলার বাংগড়া উমালোচন উচ্চবিদ্যালয়ের একই শিক্ষক বীণা রানী দেবনাথ বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার শেখানো অধিকতর সহজ হবে। যার মাধ্যমে তারা নিজেদের সমৃদ্ধ করতে পারবে।
মূল লিংক: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।